ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে দিনকাল পত্রিকার সাংবাদিকের উপর হামলা,লোটপাট সহ ভাংচুর

আশিকুর রহমান, বাঞ্ছারামপুর( প্রতিনিধি)ঃ

আজ শুক্রবার দুপুর ১২.৪৫ মিনিটে ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক আগা মো.শামিম কে বেধরক মারধর করে তারা ঘরে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করেন।

মো. ছেদু মিয়া পিতা মৃত মো. মঙ্গল মিয়া সহ চার জন মিলে তাকে হাতে,মমাথায়,পায়ে আঘাত করে তার লাঠি,সোটা দিয়ে তার পরনের টি সার্ট ছিরে ফেলে।

খোজ নিয়ে জানাযায় যে তাদের মাঝে পরকিয়া আছে তাতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্ করে তাদের মাঝে ব্যপক সংঘর্ষ হয়। আহত শামিম জানান আমি তাদেরকে আমার বাড়ী আসতে বাধা দিলে তারা আমাকে মারধর করেন।পরে আমি গ্রামের সকলকে জানাই ও বলি আমি থানায় যাব তার বিরোধে মামলা করব।

এ বেপারে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অবিযোগ দায়ের করেন। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেবের সাথে মোঠোফোনে আলাপ করলে তিনি বলেন অবিযোগ আসছে আমি দেখব এবং তাকে বিচারের আওতায় আনব।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

বাঞ্ছারামপুরে দিনকাল পত্রিকার সাংবাদিকের উপর হামলা,লোটপাট সহ ভাংচুর

আপডেট সময় ০৫:১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
আশিকুর রহমান, বাঞ্ছারামপুর( প্রতিনিধি)ঃ

আজ শুক্রবার দুপুর ১২.৪৫ মিনিটে ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক আগা মো.শামিম কে বেধরক মারধর করে তারা ঘরে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করেন।

মো. ছেদু মিয়া পিতা মৃত মো. মঙ্গল মিয়া সহ চার জন মিলে তাকে হাতে,মমাথায়,পায়ে আঘাত করে তার লাঠি,সোটা দিয়ে তার পরনের টি সার্ট ছিরে ফেলে।

খোজ নিয়ে জানাযায় যে তাদের মাঝে পরকিয়া আছে তাতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্ করে তাদের মাঝে ব্যপক সংঘর্ষ হয়। আহত শামিম জানান আমি তাদেরকে আমার বাড়ী আসতে বাধা দিলে তারা আমাকে মারধর করেন।পরে আমি গ্রামের সকলকে জানাই ও বলি আমি থানায় যাব তার বিরোধে মামলা করব।

এ বেপারে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অবিযোগ দায়ের করেন। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেবের সাথে মোঠোফোনে আলাপ করলে তিনি বলেন অবিযোগ আসছে আমি দেখব এবং তাকে বিচারের আওতায় আনব।