ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ গ্যালারি মাতানো সেইসব সুন্দরীরা!

খেলাধূলা ডেস্কঃ

বিশ্বকাপ তা ফুটবলের-ই হোক আর ক্রিকেটের- গ্যালারি ভর্তি দর্শকদের উল্লাস উদ্দীপনা এতে আড়তি আকর্ষণ যোগ করে। টিভি ক্যামেরায় সরাসরি খেলা সম্প্রচারে গ্যালারি-আকর্ষণের আকর্ষণ বহুগুণ বেড়ে যায় নিজদলের সমর্থনে সুন্দরী দর্শকদের উচ্ছ্বাস-আনন্দ মুখরতা।

এই দর্শকদের অনেকেই থাকেন আবার মাঠে খেলায় মত্ত স্টারদের স্ত্রী বা বান্ধবী। এবারের রাশিয়া বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। শুরু থেকে এ পর্যন্ত গ্যালারি মাতিয়েছেন অনেক সুন্দরী যাদের কেউ কেউ খুবই সাধারণ আবার কেউ কেউ স্টার খেলোয়াড়দের আলোচিত বান্ধবী বা স্ত্রী। আজ ফাইনালেও দেখা যেতে পারে ফ্রান্স-ক্রোয়েশিয়ার সমর্থক সুন্দরীদের। রাশিয়া বিশ্বকাপ মাতানো এমনি কয়েকজন সুন্দরীদের ফের দেখে নেয়া যাক, চলুন-

ইনি কেটি গুডল্যান্ড, ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইনের বান্ধবী। ইংল্যান্ড তাদের শেষ খেলা অর্থাৎ তৃতীয় স্থান নির্ধারণী খেলে চতুর্থ হয়েছে। এখন তারা টুর্নামেনন্টে নেই, তবে ইংরেজদের প্রায় প্রতিটি ম্যাচে কেটিকে দেখা গেছে গ্যালারিতে বসে তার দলকে এবং বয়ফ্রেন্ডকে উৎসাহ যোগাতে।

ফিফা বিশ্বকাপ ২০১৮-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর ভিক্টোরিয়া লাপিরেভা, এবারের বিশ্বাকাপের বেশ কয়েকটি ম্যাচে তাকে দেখা গেছে মাঠে, গ্যালারিতে। তার সৌন্দর্যের অকুণ্ঠ প্রশংসা এখ বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের মুখে।

নাতালিয়া নেমচিনোভা। ইনি একজন সাধারণ রুশ সমর্থক। তার মুখশ্রী টিভির পর্দায় আসার পর রাতারাতি পরিচিত হয়ে ওঠেন। দুই হাতে পতাকা আর মাথায় ঐতিহ্যবাহী রুশ মুকুটে উচ্ছ্বল নাতালিয়াকে অনেকদিন মনে রাখবে বিশ্বকাপ ২০১৮-এর দর্শক।

জর্জিনা রদ্রিগেজ হচ্ছেন বিশ্বখ্যাত সিআর-সেভেন মানে পর্তুগিজ তারকা রোনাল্ডোর বান্ধবী। পর্তুগালের ম্যাচে নিজদেশের জার্সির রঙে বারবার তাকে দেখা গেছে গ্যালারি মশগুল করতে। তবে পর্তুগালের দ্রুত বিদায় এই সুন্দরীকে গ্যালারির জৌলুস আরও দিনকয়েক জমজমাট করার পথে যতি টেনে দিয়েছে।

মারিয়া সেইলেয়ুস, ইনি আলোচিত ফরাসি তারকা পল পগবার বান্ধবী। আজ দুর্দান্ত ক্রোয়েশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত ফুটবল রণে নিজ প্রেমিক ও তার দলকে উৎসাহ যোগাতে গ্যালারি গুলজার করতে দেখো যেতে পারে তাকে।

ইংরেজ ডিফেন্ডার হ্যারির গার্লফ্রেন্ড ফার্ন হকিন্সও নিজের সৌন্দর্য নিয়ে স্বমহিমায় উদ্ভাসিত হয়েছেন গ্যালারিতে বারবার। এখানে হ্যারি এবং ফার্ন দুজনকেই দেখা যাচ্ছে এক বিশেষ মুহূর্তে।

নিজ দলের সমর্থনে আসা কিছু অপার সৌন্দর্যভরা মুখও দেখা গেছে যারা খুবই সাধারণ দর্শক- কিন্তু টিভি ক্যামেরার সৌন্দর্যপিয়াসু অপারেটররা বারবার তাদের নির্দোষ সৌন্দর্য তুলে ধরেছেন বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকদের সামনে। এখানে তেমনি কয়েকজন সুন্দরীর ছবি রয়েছে পরপর-

প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে ইরান, তবে দেশটির নাম না জানা কিশোরীর নিষ্পাপ সৌন্দর্য দর্শক মনে রাখবে অনেককাল

প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়াও, এই অস্ট্রেলীয় সমর্থকের গ্যালারি উপস্থিতিও বিমোহিত করেছে অনেককে

পেরুর এই সমর্তকরাও দাগ কেটেছেন অনেকের মনে

ফুটবলের সঙ্গে জুড়ে থাকা এই সৌন্দর্য  দর্শক হৃদয়ে থাকবে অমলিন

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

বিশ্বকাপ গ্যালারি মাতানো সেইসব সুন্দরীরা!

আপডেট সময় ০৩:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮
খেলাধূলা ডেস্কঃ

বিশ্বকাপ তা ফুটবলের-ই হোক আর ক্রিকেটের- গ্যালারি ভর্তি দর্শকদের উল্লাস উদ্দীপনা এতে আড়তি আকর্ষণ যোগ করে। টিভি ক্যামেরায় সরাসরি খেলা সম্প্রচারে গ্যালারি-আকর্ষণের আকর্ষণ বহুগুণ বেড়ে যায় নিজদলের সমর্থনে সুন্দরী দর্শকদের উচ্ছ্বাস-আনন্দ মুখরতা।

এই দর্শকদের অনেকেই থাকেন আবার মাঠে খেলায় মত্ত স্টারদের স্ত্রী বা বান্ধবী। এবারের রাশিয়া বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। শুরু থেকে এ পর্যন্ত গ্যালারি মাতিয়েছেন অনেক সুন্দরী যাদের কেউ কেউ খুবই সাধারণ আবার কেউ কেউ স্টার খেলোয়াড়দের আলোচিত বান্ধবী বা স্ত্রী। আজ ফাইনালেও দেখা যেতে পারে ফ্রান্স-ক্রোয়েশিয়ার সমর্থক সুন্দরীদের। রাশিয়া বিশ্বকাপ মাতানো এমনি কয়েকজন সুন্দরীদের ফের দেখে নেয়া যাক, চলুন-

ইনি কেটি গুডল্যান্ড, ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইনের বান্ধবী। ইংল্যান্ড তাদের শেষ খেলা অর্থাৎ তৃতীয় স্থান নির্ধারণী খেলে চতুর্থ হয়েছে। এখন তারা টুর্নামেনন্টে নেই, তবে ইংরেজদের প্রায় প্রতিটি ম্যাচে কেটিকে দেখা গেছে গ্যালারিতে বসে তার দলকে এবং বয়ফ্রেন্ডকে উৎসাহ যোগাতে।

ফিফা বিশ্বকাপ ২০১৮-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর ভিক্টোরিয়া লাপিরেভা, এবারের বিশ্বাকাপের বেশ কয়েকটি ম্যাচে তাকে দেখা গেছে মাঠে, গ্যালারিতে। তার সৌন্দর্যের অকুণ্ঠ প্রশংসা এখ বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের মুখে।

নাতালিয়া নেমচিনোভা। ইনি একজন সাধারণ রুশ সমর্থক। তার মুখশ্রী টিভির পর্দায় আসার পর রাতারাতি পরিচিত হয়ে ওঠেন। দুই হাতে পতাকা আর মাথায় ঐতিহ্যবাহী রুশ মুকুটে উচ্ছ্বল নাতালিয়াকে অনেকদিন মনে রাখবে বিশ্বকাপ ২০১৮-এর দর্শক।

জর্জিনা রদ্রিগেজ হচ্ছেন বিশ্বখ্যাত সিআর-সেভেন মানে পর্তুগিজ তারকা রোনাল্ডোর বান্ধবী। পর্তুগালের ম্যাচে নিজদেশের জার্সির রঙে বারবার তাকে দেখা গেছে গ্যালারি মশগুল করতে। তবে পর্তুগালের দ্রুত বিদায় এই সুন্দরীকে গ্যালারির জৌলুস আরও দিনকয়েক জমজমাট করার পথে যতি টেনে দিয়েছে।

মারিয়া সেইলেয়ুস, ইনি আলোচিত ফরাসি তারকা পল পগবার বান্ধবী। আজ দুর্দান্ত ক্রোয়েশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত ফুটবল রণে নিজ প্রেমিক ও তার দলকে উৎসাহ যোগাতে গ্যালারি গুলজার করতে দেখো যেতে পারে তাকে।

ইংরেজ ডিফেন্ডার হ্যারির গার্লফ্রেন্ড ফার্ন হকিন্সও নিজের সৌন্দর্য নিয়ে স্বমহিমায় উদ্ভাসিত হয়েছেন গ্যালারিতে বারবার। এখানে হ্যারি এবং ফার্ন দুজনকেই দেখা যাচ্ছে এক বিশেষ মুহূর্তে।

নিজ দলের সমর্থনে আসা কিছু অপার সৌন্দর্যভরা মুখও দেখা গেছে যারা খুবই সাধারণ দর্শক- কিন্তু টিভি ক্যামেরার সৌন্দর্যপিয়াসু অপারেটররা বারবার তাদের নির্দোষ সৌন্দর্য তুলে ধরেছেন বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকদের সামনে। এখানে তেমনি কয়েকজন সুন্দরীর ছবি রয়েছে পরপর-

প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে ইরান, তবে দেশটির নাম না জানা কিশোরীর নিষ্পাপ সৌন্দর্য দর্শক মনে রাখবে অনেককাল

প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়াও, এই অস্ট্রেলীয় সমর্থকের গ্যালারি উপস্থিতিও বিমোহিত করেছে অনেককে

পেরুর এই সমর্তকরাও দাগ কেটেছেন অনেকের মনে

ফুটবলের সঙ্গে জুড়ে থাকা এই সৌন্দর্য  দর্শক হৃদয়ে থাকবে অমলিন