ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুরি যাওয়া মোবাইল নিজেই জানাবে তার অবস্থান

 তথ্যপ্রযুক্তি:

মোবাইল হারানো জটিল কোনো ব্যাপার নয়। মনের অজান্তে হারিয়ে যেতে পারে আপনার প্রিয় ফোনটি। ফোন হারানোর পর তা পাওয়ার জন্য কত চেষ্টা না করে থাকেন আপনি। এমনও হয়েছে থানায় ডায়েরিও করতে হয়েছে। তবে আপনি জেনে অবাক হবেন যে, চুরি যাওয়ার ফোন নিজেই জানাবে তার অবস্থান।

জানি কথা শুনে আপনার বিশ্বাস হচ্ছে না। আবার রেগেও যাচ্ছেন আপনি। জেনে রাখুন অ্যান্ড্রয়েডের সেই উপকারী অ্যাপসের কথা। যেটি আপনার মোবাইলে কোন সিম ব্যবহার হচ্ছে তা আপনাকে জানিয়ে দেবে।

অ্যাপসটির নাম হচ্ছে- Sim Card Change notifier. প্লেস্টোর থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন গেমটি। এই হচ্ছে অ্যাপসের লিংক- Sim Card Changer Notifier.

অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসটি দেখবেন আর খুঁজে পাচ্ছেন না। এটি ইনস্টলের সঙ্গে সঙ্গেই হাইড হয়ে যায়। ডিফল্ট অ্যাপ হিসেবে সেট করলে চোর নিজেও অ্যাপস রিমুভ করতে পারবে না।

ইনস্টলের পর প্লেস্টোরে আবার অ্যাপসটির নাম লিখে সার্চ করুন সেখান থেকে ওপেন করতে পারবেন। অথবা মোবাইলের কি-প্যাডে ##7777 ডায়াল করুন।

এ রকম একটি স্ক্রিন আসবে। সেখানে Owner name-এর জায়গায় নিজের নাম লেখুন এবং Trusted Number-এ সেই নাম্বারটি দেবেন, যেখানে আপনি মেসেজ পেতে চান। অর্থাৎ ট্রাস্টেড নাম্বারেই আপনার মেসেজ চলে যাবে।

এবার ছবিতে দেয়া লাল মার্ক করা অংশে প্রেস করে সেটিংসে যান, ২নং অপশনের Number to show the app সিলেক্ট করুন। পছন্দমতো ৬ ডিজিটের নাম্বার দিন, যদিও অ্যাপসে আগে থেকেই ##7777 নাম্বারটি সেট করা থাকে। তাই এটিও রাখতে পারেন। এবার তার নিচের লোকেশন সেন্ডিং টাইম ইন্টারভ্যাল সেট করে ফেলুন। ব্যাস! আপনার অ্যাপস কাজ করার জন্য রেডি।

এখন থেকে যখনই কোনো নতুন সিম প্রবেশ করানো হবে, সঙ্গে সঙ্গে তার বর্তমান অবস্থান এবং মোবাইল নাম্বারসহ চলে আসবে আপনার কাছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

চুরি যাওয়া মোবাইল নিজেই জানাবে তার অবস্থান

আপডেট সময় ০৯:৩৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮
 তথ্যপ্রযুক্তি:

মোবাইল হারানো জটিল কোনো ব্যাপার নয়। মনের অজান্তে হারিয়ে যেতে পারে আপনার প্রিয় ফোনটি। ফোন হারানোর পর তা পাওয়ার জন্য কত চেষ্টা না করে থাকেন আপনি। এমনও হয়েছে থানায় ডায়েরিও করতে হয়েছে। তবে আপনি জেনে অবাক হবেন যে, চুরি যাওয়ার ফোন নিজেই জানাবে তার অবস্থান।

জানি কথা শুনে আপনার বিশ্বাস হচ্ছে না। আবার রেগেও যাচ্ছেন আপনি। জেনে রাখুন অ্যান্ড্রয়েডের সেই উপকারী অ্যাপসের কথা। যেটি আপনার মোবাইলে কোন সিম ব্যবহার হচ্ছে তা আপনাকে জানিয়ে দেবে।

অ্যাপসটির নাম হচ্ছে- Sim Card Change notifier. প্লেস্টোর থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন গেমটি। এই হচ্ছে অ্যাপসের লিংক- Sim Card Changer Notifier.

অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসটি দেখবেন আর খুঁজে পাচ্ছেন না। এটি ইনস্টলের সঙ্গে সঙ্গেই হাইড হয়ে যায়। ডিফল্ট অ্যাপ হিসেবে সেট করলে চোর নিজেও অ্যাপস রিমুভ করতে পারবে না।

ইনস্টলের পর প্লেস্টোরে আবার অ্যাপসটির নাম লিখে সার্চ করুন সেখান থেকে ওপেন করতে পারবেন। অথবা মোবাইলের কি-প্যাডে ##7777 ডায়াল করুন।

এ রকম একটি স্ক্রিন আসবে। সেখানে Owner name-এর জায়গায় নিজের নাম লেখুন এবং Trusted Number-এ সেই নাম্বারটি দেবেন, যেখানে আপনি মেসেজ পেতে চান। অর্থাৎ ট্রাস্টেড নাম্বারেই আপনার মেসেজ চলে যাবে।

এবার ছবিতে দেয়া লাল মার্ক করা অংশে প্রেস করে সেটিংসে যান, ২নং অপশনের Number to show the app সিলেক্ট করুন। পছন্দমতো ৬ ডিজিটের নাম্বার দিন, যদিও অ্যাপসে আগে থেকেই ##7777 নাম্বারটি সেট করা থাকে। তাই এটিও রাখতে পারেন। এবার তার নিচের লোকেশন সেন্ডিং টাইম ইন্টারভ্যাল সেট করে ফেলুন। ব্যাস! আপনার অ্যাপস কাজ করার জন্য রেডি।

এখন থেকে যখনই কোনো নতুন সিম প্রবেশ করানো হবে, সঙ্গে সঙ্গে তার বর্তমান অবস্থান এবং মোবাইল নাম্বারসহ চলে আসবে আপনার কাছে।