আবুল খায়ের, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে সংরÿিত আসনে মহিলা এমপি মনোনয়ন প্রত্যাশী কবি আফসানা আহমেদ সাংবাদিক সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের একটি হোটেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আফসানা আহমেদ উপজেলার বলীঘর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট(অব) বদিউজ্জামানের মেয়ে এবং বঙ্গবন্ধু পরিবারের একজন ঘনিস্টজন হিসেবে পরিচিত। তিনি লন্ডন বেতার বাংলার উপস্থাপিকা এবং এক প্রতিথযশা লেখিকা। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে দলীয় প্রার্থী ইউসুফ আব্দুলøাহ হারুনকে বিজয়ী করতে এলাকায় গণসংযোগসহ নানা কার্যক্রম পরিচলনা করছেন।
আগামী সংসদে আওয়ামীলীগ থেকে সংরÿিত আসনে মহিলা সদস্য পদ প্রার্থী কবি আফসানা আহমেদ বলেন, শেখ হাসিনা এখন বিশ^নেত্রী, তার দÿ দেশ পরিচালনায় আজ আমরা বিশ্বের কাছে মাথা উচু করে কথা বলতে পারি, উন্নয়নের ধারাবাহিকতা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অÿুন্ন রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেনা পরিষদের সদস্য মো: বাকের উল আলম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, রোকসানা পারভিন লিপি, আফরোজা পারভিন নাজমা প্রমুখ।