ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শিশুদের জন্য মজার অ্যাপ আনছে ফেসবুক

তথ্যপ্রযোক্তি ডেস্কঃ

জনপ্রিয় সোশ্যালমিডিয়া ফেসবুক এবার শিশুদের জন্য ‘এলওএল’ নামের একটি অ্যাপের পরীক্ষা চালাচ্ছে। এরইমধ্যের প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-কে এলওএল হাব পরীক্ষার কথা নিশ্চিত করেছেন সামাজিক মাধ্যম জায়ান্টটির এক মুখপাত্র।

এই অ্যাপের মাধ্যমে রসাত্মক মিম পোস্ট করতে পারবেন গ্রাহকরা। হাসির ভিডিও এবং জিফ-এর মতো হবে নতুন এই এলওএল হাব। এখানে ভিন্ন ভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে মিম। এর মধ্যে রয়েছে ‘আপনার জন্য’, ‘প্রাণি’, ‘ব্যর্থতা’ এবং ‘তামাশা’।

ফেসবুকের মুখপাত্র জানান, ‘আমরা ছোট পরিসরে পরীক্ষা চালাচ্ছি। আর ধারণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

বর্তমানে স্কুলের ১০০ শীক্ষার্থীর কাছে প্রাইভেট বেটা হিসেবে চালু করা হয়েছে এলওএল, ফেইসবুকের কর্মীদের সঙ্গে এটি পরীক্ষা করতে বাবা-মায়ের অনুমতিতে ফিচারটি প্রকাশ না করার চুক্তি স্বাক্ষর করেছেন তারা।

কিশোর কিশোরীদের মধ্যে বেশি জনপ্রিয় ফেইসবুকের ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এবার ফেসবুকের এসব গ্রাহকদের টানতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে পরকীয়ায় বাধা দেওয়ায় খুন লাশ গুম

শিশুদের জন্য মজার অ্যাপ আনছে ফেসবুক

আপডেট সময় ১২:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
তথ্যপ্রযোক্তি ডেস্কঃ

জনপ্রিয় সোশ্যালমিডিয়া ফেসবুক এবার শিশুদের জন্য ‘এলওএল’ নামের একটি অ্যাপের পরীক্ষা চালাচ্ছে। এরইমধ্যের প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-কে এলওএল হাব পরীক্ষার কথা নিশ্চিত করেছেন সামাজিক মাধ্যম জায়ান্টটির এক মুখপাত্র।

এই অ্যাপের মাধ্যমে রসাত্মক মিম পোস্ট করতে পারবেন গ্রাহকরা। হাসির ভিডিও এবং জিফ-এর মতো হবে নতুন এই এলওএল হাব। এখানে ভিন্ন ভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে মিম। এর মধ্যে রয়েছে ‘আপনার জন্য’, ‘প্রাণি’, ‘ব্যর্থতা’ এবং ‘তামাশা’।

ফেসবুকের মুখপাত্র জানান, ‘আমরা ছোট পরিসরে পরীক্ষা চালাচ্ছি। আর ধারণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

বর্তমানে স্কুলের ১০০ শীক্ষার্থীর কাছে প্রাইভেট বেটা হিসেবে চালু করা হয়েছে এলওএল, ফেইসবুকের কর্মীদের সঙ্গে এটি পরীক্ষা করতে বাবা-মায়ের অনুমতিতে ফিচারটি প্রকাশ না করার চুক্তি স্বাক্ষর করেছেন তারা।

কিশোর কিশোরীদের মধ্যে বেশি জনপ্রিয় ফেইসবুকের ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এবার ফেসবুকের এসব গ্রাহকদের টানতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।