ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জমে উ‌ঠে‌ছে পূর্ব ধৈইর পূর্ব ইউ‌নিয়নের দুর্গাপূজা

মো:ইমন মিয়া, পূর্ব ধৈইর পূর্ব ইউ‌নিয়ন প্রতিনিধি:

রোজ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্ব ধৈইর পূর্ব ইউ‌নিয়নে জমে উ‌ঠে‌ছে দুর্গাপূজার উৎসব।

প্রতি বৎসরের নেয় এবারও এ ইউনয়নের ৮ টি পূজা মন্ডবে চলছে দুর্গাপূজা৷ পূজাকে কেন্দ্র করে মন্ডবগুলোতে চলছে নানা রকমের গান বাজনা সহ বিভিন্ন ধরনের রকমারী আয়োজন৷

আর এ পূজা মন্ডবগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউ‌নিয়ন প্রশাসনের পক্ষে থেকে গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা৷

সরে জমিনে ইউ‌নিয়ন কয়েকটি পূজা মন্ডব ঘুরে দেখা যায়, মন্ডবগুলো দেবী দূর্গা আরধনায় মুখরিত৷ শারদীয় দুর্গাত্সব বিষয়ে পূজা উত্যাপন কমিটির উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ ইউনিয়ন হিন্দুসম্পদায়া সবাই সষ্ঠ সকল পুজা মন্ডবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য গ্রাম পুলিশ পাশাপা‌শিও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে৷ এছাড়াও কিছু সংখ্যাক টহল পুলিশ নিয়োমিত পূজা মন্ডবগুলোতে টহল পরিচালনা করছে৷

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

জমে উ‌ঠে‌ছে পূর্ব ধৈইর পূর্ব ইউ‌নিয়নের দুর্গাপূজা

আপডেট সময় ০৩:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫

মো:ইমন মিয়া, পূর্ব ধৈইর পূর্ব ইউ‌নিয়ন প্রতিনিধি:

রোজ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্ব ধৈইর পূর্ব ইউ‌নিয়নে জমে উ‌ঠে‌ছে দুর্গাপূজার উৎসব।

প্রতি বৎসরের নেয় এবারও এ ইউনয়নের ৮ টি পূজা মন্ডবে চলছে দুর্গাপূজা৷ পূজাকে কেন্দ্র করে মন্ডবগুলোতে চলছে নানা রকমের গান বাজনা সহ বিভিন্ন ধরনের রকমারী আয়োজন৷

আর এ পূজা মন্ডবগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউ‌নিয়ন প্রশাসনের পক্ষে থেকে গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা৷

সরে জমিনে ইউ‌নিয়ন কয়েকটি পূজা মন্ডব ঘুরে দেখা যায়, মন্ডবগুলো দেবী দূর্গা আরধনায় মুখরিত৷ শারদীয় দুর্গাত্সব বিষয়ে পূজা উত্যাপন কমিটির উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ ইউনিয়ন হিন্দুসম্পদায়া সবাই সষ্ঠ সকল পুজা মন্ডবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য গ্রাম পুলিশ পাশাপা‌শিও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে৷ এছাড়াও কিছু সংখ্যাক টহল পুলিশ নিয়োমিত পূজা মন্ডবগুলোতে টহল পরিচালনা করছে৷