ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হোমনায় সাদা আলোর হ্যালোজেন লাইটের বিরুদ্ধে অভিযান

মো.তপনসরকার,হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায়সাদাআলোরলাইট, যাএল.ই.ডিবাহ্যালোজিনলাইটঅপসারনকার্যক্রম শুরু হয়েছে।

বুধবারসকাল ১০ টারদিকে  হোমনা চৌরাস্তায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী । সকাল থেকে  বিকাল ৫টা পর্যন্ত  এ অভিযানে প্রায়শতাধিক এলইডিবা হ্যালোজেনলাইট অপসারন ও কয়েক শতাধিক সিএনজি লাইটের উপর অংশে কালো রং দিয়ে ঢেকে দেয়া হয়েছে ।  হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিপাইলটবালিকা উচ্চ বিদ্যালয় ও খাদিজাবালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউটশিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীরা এ অভিযানপরিচালনাকরেন ।

হোমনাসরকারী উচ্চ বিদ্যালয়েরপ্রধানশিক্ষকআঃমারুফকাইয়ুম, স্কাউট শিক্ষক এটিএম মুঞ্জুরুল ইসলাম শামীম ,আবদুলকরিম, শামীমা নাসরিনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময়উপস্থিত ছিলেন ।

জানা গেছে উপজেলা সদরের সড়ক গুলোতে অটোরিক্সা,মাহিন্দ্র, নসিমন,করিমন ভ্যান থেকে শুরু করে সিএনজিসহ ব্যাটারী চালিত রিকশা সব যানবাহনেই সৌন্দর্য বৃদ্ধিরজন্য লাগানো সাদা আলোর লাইট, যাএল.ই.ডিবাহ্যালোজিন লাইট নামেই পরিচিত। রাতের বেলায় এ লাইট জ্বলার কারণে বিপরীত দিক থেকে আসা কোন যানবাহনের চালক বুঝতে পারেনা সামনে কি আসছে। এতে অনেক সময়ই বড় ধরণের দূর্ঘটনা ঘটে। এই লাইটের অপসারনের দীর্ঘদিনের দাবী জনসাধারনের।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

হোমনায় সাদা আলোর হ্যালোজেন লাইটের বিরুদ্ধে অভিযান

আপডেট সময় ০১:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
মো.তপনসরকার,হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায়সাদাআলোরলাইট, যাএল.ই.ডিবাহ্যালোজিনলাইটঅপসারনকার্যক্রম শুরু হয়েছে।

বুধবারসকাল ১০ টারদিকে  হোমনা চৌরাস্তায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী । সকাল থেকে  বিকাল ৫টা পর্যন্ত  এ অভিযানে প্রায়শতাধিক এলইডিবা হ্যালোজেনলাইট অপসারন ও কয়েক শতাধিক সিএনজি লাইটের উপর অংশে কালো রং দিয়ে ঢেকে দেয়া হয়েছে ।  হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিপাইলটবালিকা উচ্চ বিদ্যালয় ও খাদিজাবালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউটশিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীরা এ অভিযানপরিচালনাকরেন ।

হোমনাসরকারী উচ্চ বিদ্যালয়েরপ্রধানশিক্ষকআঃমারুফকাইয়ুম, স্কাউট শিক্ষক এটিএম মুঞ্জুরুল ইসলাম শামীম ,আবদুলকরিম, শামীমা নাসরিনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময়উপস্থিত ছিলেন ।

জানা গেছে উপজেলা সদরের সড়ক গুলোতে অটোরিক্সা,মাহিন্দ্র, নসিমন,করিমন ভ্যান থেকে শুরু করে সিএনজিসহ ব্যাটারী চালিত রিকশা সব যানবাহনেই সৌন্দর্য বৃদ্ধিরজন্য লাগানো সাদা আলোর লাইট, যাএল.ই.ডিবাহ্যালোজিন লাইট নামেই পরিচিত। রাতের বেলায় এ লাইট জ্বলার কারণে বিপরীত দিক থেকে আসা কোন যানবাহনের চালক বুঝতে পারেনা সামনে কি আসছে। এতে অনেক সময়ই বড় ধরণের দূর্ঘটনা ঘটে। এই লাইটের অপসারনের দীর্ঘদিনের দাবী জনসাধারনের।