ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভুল ভাঙ্গাতে ভুল করা’

বিনোদন ডেস্কঃ

হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। এবারের নাটকটি একটি পারিবারিক গল্প নিয়ে রচিত।

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভুল ভাঙ্গাতে ভুল করা’

‘ভুল ভাঙ্গাতে ভুল করা’ নাটকের একটি অংশ। ছবি: সংগৃহীত

নাটকের গল্প সম্পর্কে হানিফ সংকেত বলেন, ‘আজকাল অধিকাংশ নাটকেই কোন বাবা-মা’র চরিত্র দেখা যায় না। তবে আমার এই নাটকটিতে রয়েছে বাবা-মা-ভাই-বোন-চাচাসহ পরিবারের বিভিন্ন সদস্য। আর এই পরিবারের সদস্যদের নিয়েই এই নাটক। অর্থাৎ বলা যায়, প্রতিবারের মত এবারও নাটকটি একটি পরিবারকে কেন্দ্র করে-পারিবারিক গল্পের নাটক।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান, শেলী আহসান, আব্দুল আজিজ, শামীম, নজরুল ইসলাম, বাহার, সুর্বনা মজুমদারসহ আরও অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন কমল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরের ‘ডন’ খ্যাত এমপির ভাগিনা জনির জামিন।বিএনপির নেতাকর্মী সহ এলাকায় তোলপাড়! 

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভুল ভাঙ্গাতে ভুল করা’

আপডেট সময় ০৮:০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯
বিনোদন ডেস্কঃ

হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। এবারের নাটকটি একটি পারিবারিক গল্প নিয়ে রচিত।

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভুল ভাঙ্গাতে ভুল করা’

‘ভুল ভাঙ্গাতে ভুল করা’ নাটকের একটি অংশ। ছবি: সংগৃহীত

নাটকের গল্প সম্পর্কে হানিফ সংকেত বলেন, ‘আজকাল অধিকাংশ নাটকেই কোন বাবা-মা’র চরিত্র দেখা যায় না। তবে আমার এই নাটকটিতে রয়েছে বাবা-মা-ভাই-বোন-চাচাসহ পরিবারের বিভিন্ন সদস্য। আর এই পরিবারের সদস্যদের নিয়েই এই নাটক। অর্থাৎ বলা যায়, প্রতিবারের মত এবারও নাটকটি একটি পরিবারকে কেন্দ্র করে-পারিবারিক গল্পের নাটক।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান, শেলী আহসান, আব্দুল আজিজ, শামীম, নজরুল ইসলাম, বাহার, সুর্বনা মজুমদারসহ আরও অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন কমল।