ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার হোমনায় এক অসহায় বিধবার সম্পত্তি দখলের চেষ্টা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনার শোভারামপুরে পুলিশ দিয়ে হয়রানিসহ বিভিন্ন হামলা মামলা হুমকি দামকি দিয়ে এক বিধবার সম্পত্তি জোর করে দখল করতে মরিয়া একটি প্রভাবশালী মহল।

ভোক্তভোগী বিধবা জলিয়া বেগম জানান, হোমনা উপজেলার শোভারামপুরে পৈত্রিকসূত্রে দীর্ঘ ৪০ বছর নিজ ভুমিতে ভোগ দখল করে মৃত্যুর আগে তার স্বামী মোবাশ্বের আলী বিগত ১৯৯৬ সালের ১৮ জুলাই তাকে ১১ শতক ভূমি যার দাগ নং ৩৫৫৮/৯৬ দলিল মূলে রেজিষ্ট্রি করে দেন। জুলিয়া বেগম উক্ত ভূমিতে টিন শেড বিল্ডিং করে স্থানীয় ব্যবসায়ীদের ভাড়া দিয়ে ওই টাকায় দিন জীবন যাপন করছেন।

পরবর্তীতে জমি খরিজ করতে গিয়ে সিএস ৭৮৭ আরএস ১৩৪০ ও বিএস ১৪০৭ নং খতিয়ান ভূক্ত সাবেক ৫ হালে ১৫ দাগের ভূমি ১৫ দাগের পরিবর্তে ভূলক্রমে ১৬ হওয়ায় তা সংশোধনের জন্য বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্র্যাইবুনাল আদালতে আপিল করেন, যা চলমান আছে।

দাগ নং ১৫ এর স্থলে ১৬ হওয়ায় পিছনের ভূমির মালিক নুর মোহাম্মদ গং তাদের দাবী করে জোর করে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ও হোমনা থানা পুলিশের সহযোগিতায় উক্ত ভূমি দখলের চেষ্ঠা করছে।
জলিয়া বেগমের মার্কেটের সামনে ইট এনে স্তুপ করে ব্যবসায়ীদের অবরুদ্ধ করে রাখে। ভাড়াটিয়া দোকানে তালা ঝুলিয়ে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্থ করে। বিভিন্ন হুমকি দামকি ও জোর করে নুর মোহাম্মদ ভূমি দখল করতে গেলে জুলিয়া বেগম কুমিল্লার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে ৩ টি মামলা ১১৪/১৭, ১৩০/১৯ ও ৩৭৪/১৯ দায়ের করেন। যা চলমান রয়েছে।

ভোক্তভুগি জুলিয়া বেগমের ছেলে আরিফুর রহমান জানান, তাদের সকল মামলায় আদালতে চলমান রয়েছে। আদালতের মাধ্যমেই ঠিক হবে প্রকৃত ভূমির মালিক। অথচ হোমনা থানার ওসি বাদী পক্ষের কথামতে আমাদের ব্যবসায়ীদের থানায় ডেকে এনে দোকান ছাড়তে বলে আর না ছাড়লে মামলার হুমকি দেওয়া দুঃখজনক।

এ ব্যাপারে হোমনা থানার ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বি বলেন, জমি সংক্রান্ত এ বিষয়টি সামাজিকভাবে বসে সামাজিক লোকেরা দোকান ছাড়ার এ নির্দেশ দেন, আমি কোন নির্দেশ দেয়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

কুমিল্লার হোমনায় এক অসহায় বিধবার সম্পত্তি দখলের চেষ্টা

আপডেট সময় ১১:৪০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনার শোভারামপুরে পুলিশ দিয়ে হয়রানিসহ বিভিন্ন হামলা মামলা হুমকি দামকি দিয়ে এক বিধবার সম্পত্তি জোর করে দখল করতে মরিয়া একটি প্রভাবশালী মহল।

ভোক্তভোগী বিধবা জলিয়া বেগম জানান, হোমনা উপজেলার শোভারামপুরে পৈত্রিকসূত্রে দীর্ঘ ৪০ বছর নিজ ভুমিতে ভোগ দখল করে মৃত্যুর আগে তার স্বামী মোবাশ্বের আলী বিগত ১৯৯৬ সালের ১৮ জুলাই তাকে ১১ শতক ভূমি যার দাগ নং ৩৫৫৮/৯৬ দলিল মূলে রেজিষ্ট্রি করে দেন। জুলিয়া বেগম উক্ত ভূমিতে টিন শেড বিল্ডিং করে স্থানীয় ব্যবসায়ীদের ভাড়া দিয়ে ওই টাকায় দিন জীবন যাপন করছেন।

পরবর্তীতে জমি খরিজ করতে গিয়ে সিএস ৭৮৭ আরএস ১৩৪০ ও বিএস ১৪০৭ নং খতিয়ান ভূক্ত সাবেক ৫ হালে ১৫ দাগের ভূমি ১৫ দাগের পরিবর্তে ভূলক্রমে ১৬ হওয়ায় তা সংশোধনের জন্য বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্র্যাইবুনাল আদালতে আপিল করেন, যা চলমান আছে।

দাগ নং ১৫ এর স্থলে ১৬ হওয়ায় পিছনের ভূমির মালিক নুর মোহাম্মদ গং তাদের দাবী করে জোর করে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ও হোমনা থানা পুলিশের সহযোগিতায় উক্ত ভূমি দখলের চেষ্ঠা করছে।
জলিয়া বেগমের মার্কেটের সামনে ইট এনে স্তুপ করে ব্যবসায়ীদের অবরুদ্ধ করে রাখে। ভাড়াটিয়া দোকানে তালা ঝুলিয়ে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্থ করে। বিভিন্ন হুমকি দামকি ও জোর করে নুর মোহাম্মদ ভূমি দখল করতে গেলে জুলিয়া বেগম কুমিল্লার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে ৩ টি মামলা ১১৪/১৭, ১৩০/১৯ ও ৩৭৪/১৯ দায়ের করেন। যা চলমান রয়েছে।

ভোক্তভুগি জুলিয়া বেগমের ছেলে আরিফুর রহমান জানান, তাদের সকল মামলায় আদালতে চলমান রয়েছে। আদালতের মাধ্যমেই ঠিক হবে প্রকৃত ভূমির মালিক। অথচ হোমনা থানার ওসি বাদী পক্ষের কথামতে আমাদের ব্যবসায়ীদের থানায় ডেকে এনে দোকান ছাড়তে বলে আর না ছাড়লে মামলার হুমকি দেওয়া দুঃখজনক।

এ ব্যাপারে হোমনা থানার ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বি বলেন, জমি সংক্রান্ত এ বিষয়টি সামাজিকভাবে বসে সামাজিক লোকেরা দোকান ছাড়ার এ নির্দেশ দেন, আমি কোন নির্দেশ দেয়নি।