ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দীপিকা-রণবীরের প্রথম বিবাহবার্ষিকী কেমন কাটলো

বিনোদন :

দু’জনই ব্যস্ত! কিন্তু বিশেষ দিনে একসঙ্গে থাকবেন না তা কী করে হয়! ১ বছর আগে ১৪ নভেম্বর ইতালির লোক কোমোতে দীপিকা পাডুকোন-রণবীর সিং সাতপাকে বাঁধা পড়েন। এই বাঁধন যাতে জন্ম-জন্মান্তর থাকে সেই প্রার্থনা নিয়েই দীপিকা-রণবীর প্রথম বিবাহবার্ষিকীর সকালে পৌঁছেন তিরুপতি মন্দিরে।

বিবাহবার্ষিকীতে দীপিকা কনের সাজে সাজেন। লাল কাঞ্জিভরম, ভারি গয়না, ঘাড়ের কাছে হাতখোপা আর সিঁথিতে জ্বলজ্বলে লাল সিঁদুর। রণবীর মানানসই কুর্তা-পাজামা, ব্রোকেডের জ্যাকেট আর গলায় গোলাপি উত্তরীয় পরেন। ভক্তদের প্রতীক্ষা তাদের ছবির ঝলক দেখতে। সেই প্রত্যাশা পূরণ করতেই অবশেষে সামনে আসেন দুই তারকা।

দীপিকা-রণবীরকে একবার চোখের দেখা দেখতে মন্দিরের বাইরে অপেক্ষায় ছিলেন ভক্তরা। পূজো সেরে বাইরে আসতেই তাদের ভালোবাসায় আপ্লুত দম্পতি। হাসিমুখে তাদের সামনে এসে দাঁড়ান তারা।

বিশেষ দিন স্মরণীয় করতে দীপিকা-রণবীরের সঙ্গে ছিল তাদের পরিবার। এরপর সবাই অমৃতসরের স্বর্ণমন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন।

এই মুহূর্তে দীপিকা-রণবীর চূড়ান্ত ব্যস্ত। একাধিক ছবির কাজ তাদের হাতে রয়েছে। তবে সেসব সরিয়ে আপাতত তারা সপরিবারে আনন্দে মেতেছেন। এই দিনেই যে চারহাত এক হয়েছিল, ভোলেন কী করে!

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

দীপিকা-রণবীরের প্রথম বিবাহবার্ষিকী কেমন কাটলো

আপডেট সময় ০৯:৩৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯

বিনোদন :

দু’জনই ব্যস্ত! কিন্তু বিশেষ দিনে একসঙ্গে থাকবেন না তা কী করে হয়! ১ বছর আগে ১৪ নভেম্বর ইতালির লোক কোমোতে দীপিকা পাডুকোন-রণবীর সিং সাতপাকে বাঁধা পড়েন। এই বাঁধন যাতে জন্ম-জন্মান্তর থাকে সেই প্রার্থনা নিয়েই দীপিকা-রণবীর প্রথম বিবাহবার্ষিকীর সকালে পৌঁছেন তিরুপতি মন্দিরে।

বিবাহবার্ষিকীতে দীপিকা কনের সাজে সাজেন। লাল কাঞ্জিভরম, ভারি গয়না, ঘাড়ের কাছে হাতখোপা আর সিঁথিতে জ্বলজ্বলে লাল সিঁদুর। রণবীর মানানসই কুর্তা-পাজামা, ব্রোকেডের জ্যাকেট আর গলায় গোলাপি উত্তরীয় পরেন। ভক্তদের প্রতীক্ষা তাদের ছবির ঝলক দেখতে। সেই প্রত্যাশা পূরণ করতেই অবশেষে সামনে আসেন দুই তারকা।

দীপিকা-রণবীরকে একবার চোখের দেখা দেখতে মন্দিরের বাইরে অপেক্ষায় ছিলেন ভক্তরা। পূজো সেরে বাইরে আসতেই তাদের ভালোবাসায় আপ্লুত দম্পতি। হাসিমুখে তাদের সামনে এসে দাঁড়ান তারা।

বিশেষ দিন স্মরণীয় করতে দীপিকা-রণবীরের সঙ্গে ছিল তাদের পরিবার। এরপর সবাই অমৃতসরের স্বর্ণমন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন।

এই মুহূর্তে দীপিকা-রণবীর চূড়ান্ত ব্যস্ত। একাধিক ছবির কাজ তাদের হাতে রয়েছে। তবে সেসব সরিয়ে আপাতত তারা সপরিবারে আনন্দে মেতেছেন। এই দিনেই যে চারহাত এক হয়েছিল, ভোলেন কী করে!