ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শুধু সিনেমা নয়, পড়ার বইয়ে জায়গা করে নিলেন ঐশ্বর্য

বিনোদন ডেস্ক:

অমিতাভ বচ্চনের একটি ট্যুইট গতকাল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে বিগ বি লিখেছিলেন ‘এবার তিনি ছুটি নিতে চান।’ কিন্তু কেন? সঠিক এর আন্দাজ নেই। সেই সঙ্গে উঠে আসে আরেকটি খবর। ফ্রেঞ্চ ওয়ার্কবুকের মলাটে নাকি জ্বলজ্বল করছে বৌমার ছবি।

এর মাধ্যমে শুধু সিনেমা নয়, পড়ার বইতেও জায়গা করে নিলেন ঐশ্বর্য রাই। নরম গোলাপি রং বোধহয় খুব প্রিয় অ্যাশের। ভারি কাজ করা সেই রঙের অফশোল্ডার গাউনে পোজ দিয়েছেন তিনি। খোলা চুলে, হালকা মেকআপে রূপ আরও খুলেছে তার। ইংরেজি মাধ্যমের হাই স্কুলের পড়ুয়াদের জন্য তৈরি এই বইয়ে বিশ্বের বিখ্যাত জায়গার সঙ্গে থাকেন বিশ্ববিখ্যাত মানুষেরাও। ঐশ্বর্য সেই দলে। বিশ্বসুন্দরী, অভিনেত্রী, বচ্চন বউমার পর এই সম্মান রাইয়ের মুকুটে অবশ্যই নতুন পালক।

শুধু সিনেমা নয়, পড়ার বইয়ে জায়গা করে নিলেন ঐশ্বর্য

শুধু ছবি দিয়েই ক্ষান্ত হননি চলতি বছরের এই বইয়ের প্রণেতারা। বইয়ে একটি বাড়তি অধ্যায়ও যোগ করেছেন। ‘হলিউড এবং বলিউড’ নামের এই অধ্যায় জুড়ে শুধুই রাই-কথা। তবে একা রাই নেই। সঙ্গে আছেন প্রিয়াঙ্কা চোপড়াও।

সম্প্রতি ঐশ্বর্য ‘ম্যালিফিসেন্ট: মিস্ট্রেস অফ ইভিল’-এ অ্যাঞ্জেলিনা জোলির চরিত্রে ডাবিং করেছেন। ছবিটি গত সপ্তাহে ভারতে মুক্তি পেয়েছিল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

শুধু সিনেমা নয়, পড়ার বইয়ে জায়গা করে নিলেন ঐশ্বর্য

আপডেট সময় ১২:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক:

অমিতাভ বচ্চনের একটি ট্যুইট গতকাল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে বিগ বি লিখেছিলেন ‘এবার তিনি ছুটি নিতে চান।’ কিন্তু কেন? সঠিক এর আন্দাজ নেই। সেই সঙ্গে উঠে আসে আরেকটি খবর। ফ্রেঞ্চ ওয়ার্কবুকের মলাটে নাকি জ্বলজ্বল করছে বৌমার ছবি।

এর মাধ্যমে শুধু সিনেমা নয়, পড়ার বইতেও জায়গা করে নিলেন ঐশ্বর্য রাই। নরম গোলাপি রং বোধহয় খুব প্রিয় অ্যাশের। ভারি কাজ করা সেই রঙের অফশোল্ডার গাউনে পোজ দিয়েছেন তিনি। খোলা চুলে, হালকা মেকআপে রূপ আরও খুলেছে তার। ইংরেজি মাধ্যমের হাই স্কুলের পড়ুয়াদের জন্য তৈরি এই বইয়ে বিশ্বের বিখ্যাত জায়গার সঙ্গে থাকেন বিশ্ববিখ্যাত মানুষেরাও। ঐশ্বর্য সেই দলে। বিশ্বসুন্দরী, অভিনেত্রী, বচ্চন বউমার পর এই সম্মান রাইয়ের মুকুটে অবশ্যই নতুন পালক।

শুধু সিনেমা নয়, পড়ার বইয়ে জায়গা করে নিলেন ঐশ্বর্য

শুধু ছবি দিয়েই ক্ষান্ত হননি চলতি বছরের এই বইয়ের প্রণেতারা। বইয়ে একটি বাড়তি অধ্যায়ও যোগ করেছেন। ‘হলিউড এবং বলিউড’ নামের এই অধ্যায় জুড়ে শুধুই রাই-কথা। তবে একা রাই নেই। সঙ্গে আছেন প্রিয়াঙ্কা চোপড়াও।

সম্প্রতি ঐশ্বর্য ‘ম্যালিফিসেন্ট: মিস্ট্রেস অফ ইভিল’-এ অ্যাঞ্জেলিনা জোলির চরিত্রে ডাবিং করেছেন। ছবিটি গত সপ্তাহে ভারতে মুক্তি পেয়েছিল।