ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাডমিন্টনে সেমিতে বাংলাদেশ

খেলাধূলা :

এসএ গেমসের ব্যাডমিন্টন ইভেন্টের মিশ্র ডাবলসের সেমিফাইনালে উঠেছে সালমান খান ও উর্মি আক্তারকে নিয়ে গঠিত বাংলাদেশ জুটি। বুধবার পোখারার কভার্ড হলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে স্বাগতিক নবিন শ্রেষ্ঠ ও নানজাল তামাং জুটিকে ২১-১৩ ও ২১-১৭ পয়েন্টে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশী শাটলার জুটি।

এই ইভেন্টের নারী ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশের এলিনা সুলতানা ও শাপলা আক্তার জুটি। ভারতীয় শাটলার জুটির কাছে ২১-১২ ও ২১ -১৪ পয়েন্টে হার মানে বাংলাদেশী নারী জুটি।

পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সিবগাত উল্লাহ ২১-১৩ ও ২১-৯ পয়েন্টে হেরে গেছে স্বাগতিক রত্নাজিত তামাংয়ের কাছে। মহিলা এককে বাংলাদেশের এলিনা ২১-০৮ ও ২১-১০ পয়েন্টে হেরে গেছে শ্রীলংকার ডিলমি দাসের কাছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

ব্যাডমিন্টনে সেমিতে বাংলাদেশ

আপডেট সময় ০৩:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯

খেলাধূলা :

এসএ গেমসের ব্যাডমিন্টন ইভেন্টের মিশ্র ডাবলসের সেমিফাইনালে উঠেছে সালমান খান ও উর্মি আক্তারকে নিয়ে গঠিত বাংলাদেশ জুটি। বুধবার পোখারার কভার্ড হলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে স্বাগতিক নবিন শ্রেষ্ঠ ও নানজাল তামাং জুটিকে ২১-১৩ ও ২১-১৭ পয়েন্টে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশী শাটলার জুটি।

এই ইভেন্টের নারী ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশের এলিনা সুলতানা ও শাপলা আক্তার জুটি। ভারতীয় শাটলার জুটির কাছে ২১-১২ ও ২১ -১৪ পয়েন্টে হার মানে বাংলাদেশী নারী জুটি।

পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সিবগাত উল্লাহ ২১-১৩ ও ২১-৯ পয়েন্টে হেরে গেছে স্বাগতিক রত্নাজিত তামাংয়ের কাছে। মহিলা এককে বাংলাদেশের এলিনা ২১-০৮ ও ২১-১০ পয়েন্টে হেরে গেছে শ্রীলংকার ডিলমি দাসের কাছে।