ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন দশক নতুন তারকা

বিনোদন ডেস্ক:

‘জাওয়ানি জানেমন’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্র সাইফ আলি খানের সঙ্গে কয়েকদিন আগেই পরিচয় করিয়ে দিয়েছেন এর নির্মাতারা। এবার এক নতুন অভিনেত্রীর লুক প্রকাশ করে বাড়তি উত্তেজনা যোগ করল ছবির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টস। তিনি হচ্ছে অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলাইয়া ফার্নিচারওয়ালা।

২২ বছর বয়সী বলিউডের এই নয়া সদস্যকে বেশ ফুরফুরে এক লুকে দর্শকের সামনে আনলেন প্রযোজকেরা। সাইফ আলি খান ও টাবুর রোম্যান্টিক কমেডি ‘জাওয়ানি জানেমন’ ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে আলাইয়ার। ছবিতে তার লুক কেমন হবে, সেটা প্রকাশ করে ক্যাপশন করা হয়েছে, ‘নতুন দশক নতুন তারকা’।

নীতিন কাক্কর পরিচালিত ‘জাওয়ানি জানেমান’-এর প্রধান চরিত্রে রয়েছেন সাইফ আলি খান ও টাবু। তবে নতুন অভিনেত্রী হিসেবে আলাইয়ার চরিত্রটিও কম গুরুত্বপূর্ণ নয়। এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ৩১ জানুয়ারি। তার আগে শুক্রবার মুক্তি পেয়েছে টিজার। আপাতত সেটি নিয়েই মেতে আছেন দর্শক।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

নতুন দশক নতুন তারকা

আপডেট সময় ০৩:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০

বিনোদন ডেস্ক:

‘জাওয়ানি জানেমন’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্র সাইফ আলি খানের সঙ্গে কয়েকদিন আগেই পরিচয় করিয়ে দিয়েছেন এর নির্মাতারা। এবার এক নতুন অভিনেত্রীর লুক প্রকাশ করে বাড়তি উত্তেজনা যোগ করল ছবির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টস। তিনি হচ্ছে অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলাইয়া ফার্নিচারওয়ালা।

২২ বছর বয়সী বলিউডের এই নয়া সদস্যকে বেশ ফুরফুরে এক লুকে দর্শকের সামনে আনলেন প্রযোজকেরা। সাইফ আলি খান ও টাবুর রোম্যান্টিক কমেডি ‘জাওয়ানি জানেমন’ ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে আলাইয়ার। ছবিতে তার লুক কেমন হবে, সেটা প্রকাশ করে ক্যাপশন করা হয়েছে, ‘নতুন দশক নতুন তারকা’।

নীতিন কাক্কর পরিচালিত ‘জাওয়ানি জানেমান’-এর প্রধান চরিত্রে রয়েছেন সাইফ আলি খান ও টাবু। তবে নতুন অভিনেত্রী হিসেবে আলাইয়ার চরিত্রটিও কম গুরুত্বপূর্ণ নয়। এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ৩১ জানুয়ারি। তার আগে শুক্রবার মুক্তি পেয়েছে টিজার। আপাতত সেটি নিয়েই মেতে আছেন দর্শক।