বিনোদন :
পৃথিবীতে অঙ্গদানের বহু নজির রয়েছে। একজন মানুষের বিপদের মুহূর্তে তাকে চক্ষুদান, কিডনি দানের ঘটনা অনেক বার দেখা গেছে। সদ্যজাত শিশুর বিশেষ প্রয়োজনে মা বাদে অন্য নারীর স্তনপান করানোর ঘটনাও নেহাত কম নেই। কিন্তু কেউ কাউকে স্তনদান করেছেন, এমন নজিরবিহীন ঘটনা বোধহয় আজ পর্যন্ত ঘটেনি।
সেই নজির গড়ারই ইচ্ছা প্রকাশ করেছেন বলিউডের বিতর্কের রানি রাখি সাওয়ান্ত। শরীরি বিভঙ্গেই যিনি হিল্লোল তোলেন, এবার তিনি তার সর্বশ্রেষ্ঠ অঙ্গটি দান করতে চাইলেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এমন ইচ্ছার কথা জানান এই আইটেম গার্ল। বলেন, আঙ্গদান জীবনদানের শরীক হতে চান তিনি।
রাখির সেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সুডৌল বক্ষযুগলের জন্য অত্যধিক জনপ্রিয় তিনি। অভিনেত্রী তার এই বক্ষ খুব সুন্দর করে পরিবেশনও করেন। রাখির কথায়, ‘আমার শরীরের সব থেকে সুন্দর অঙ্গ ‘স্তন’। আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব। দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।’
স্তনদানের ঘোষণা রাখি আগেও দিয়েছিলেন। সেবার বলেছিলেন, তিনি মরনোত্তর স্তনদান করতে চান। এভাবে সবসময়ই কিছু না কিছু করে লাইম লাইটে থাকতে চান আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী। কখনও বিয়ের খবর প্রকাশ, কখনও প্রেগন্যান্সির খবর, কখনও আবার বাথরুমের কমোডে বসে ফেসবুক লাইভ। নিত্যনতুন চমক দেয়ায় তিনি সিদ্ধহস্ত।
কিছুদিন আগেও রাখির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার বুকের সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছি। বলিউডের ৯০ শতাংশ তারকারা কখনও না কখনও কোনো না কোনো অঙ্গ সার্জারি করিয়ে থাকেন। আমিও করিয়েছি। এতে লজ্জার কোনো কারণ নেই।’