ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করো’না পরীক্ষার মেশিন পৌঁছেছে, ১০ দিনের মধ্যে শুরু হচ্ছে কার্যক্রম !

TOPSHOT - Laboratory technicians work on testing samples from people to be tested for the COVID-19 coronavirus at a laboratory in Shenyang in China's northeastern Liaoning province on February 12, 2020. - The death toll from China's deadly COVID-19 coronavirus epidemic climbed past 1,100 on February 12 but the number of new cases fell for a second straight day, as the World Health Organization urged global unity to combat the "grave threat". (Photo by STR / AFP) / China OUT (Photo by STR/AFP via Getty Images)

কুমিল্লা :

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কুমিল্লায় করো’নাভাইরাস পরী’ক্ষা শুরু হচ্ছে। ক রোনা দুর্যো’গের এই সময়ে বহু কাঙ্খিত করোনা পরীক্ষার য ন্ত্র রিয়েল টাইম পলিমার চেইন রি এ্য কশন (আর টি পি সি আর ) মেশিন বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় এসে পৌঁ’ছেছে।

শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ এটি গ্রহণ করেন। আগামীকাল শনিবার থেকে কু মিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এই মেশিনটির সংযোজ ন ও স্থা পন কাজ শুরু হবে। কাজ শেষে এটি পরিচালনার জন্য টেক নিক্যাল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদ্যস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, করোনা ভাইরাস নমুনা সংগ্রহ করে এখানেই দিনে দিনে পরীক্ষা করা হবে। তবে ফলাফল এখানে দেওয়া হবে না। প্রতিদিনের ফলাফল ঢাকা পাঠানো হবে। সেখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে।

তিনি বলেন, পরীক্ষা কাজটি শুরু হলে কুমিল্লা জে লার ৬৫ লাখ লোকসহ বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জেলা প্রায় দেড় কোটি লোক উপকৃত হবে। বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়ীয়ার এবং ফেনী কুমিল্লার কাছাকাছি হওয়াতে এই মেডিকেল কলেজে যাতায়ত সহজ হবে। কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার আই সি ইউ ওয়ার্ডের জন্য ব্লা ড গ্যাস এনালাইজার মেশিন সহসাই স্থাপন হবে বলেও তিনি ইঙ্গিত করেন। সূত্র: আমাদের কুমিল্লা

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

কুমিল্লায় করো’না পরীক্ষার মেশিন পৌঁছেছে, ১০ দিনের মধ্যে শুরু হচ্ছে কার্যক্রম !

আপডেট সময় ১০:২৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

কুমিল্লা :

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কুমিল্লায় করো’নাভাইরাস পরী’ক্ষা শুরু হচ্ছে। ক রোনা দুর্যো’গের এই সময়ে বহু কাঙ্খিত করোনা পরীক্ষার য ন্ত্র রিয়েল টাইম পলিমার চেইন রি এ্য কশন (আর টি পি সি আর ) মেশিন বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় এসে পৌঁ’ছেছে।

শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ এটি গ্রহণ করেন। আগামীকাল শনিবার থেকে কু মিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এই মেশিনটির সংযোজ ন ও স্থা পন কাজ শুরু হবে। কাজ শেষে এটি পরিচালনার জন্য টেক নিক্যাল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদ্যস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, করোনা ভাইরাস নমুনা সংগ্রহ করে এখানেই দিনে দিনে পরীক্ষা করা হবে। তবে ফলাফল এখানে দেওয়া হবে না। প্রতিদিনের ফলাফল ঢাকা পাঠানো হবে। সেখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে।

তিনি বলেন, পরীক্ষা কাজটি শুরু হলে কুমিল্লা জে লার ৬৫ লাখ লোকসহ বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জেলা প্রায় দেড় কোটি লোক উপকৃত হবে। বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়ীয়ার এবং ফেনী কুমিল্লার কাছাকাছি হওয়াতে এই মেডিকেল কলেজে যাতায়ত সহজ হবে। কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার আই সি ইউ ওয়ার্ডের জন্য ব্লা ড গ্যাস এনালাইজার মেশিন সহসাই স্থাপন হবে বলেও তিনি ইঙ্গিত করেন। সূত্র: আমাদের কুমিল্লা