মোঃ ইমন মিয়া:
কুমিল্লা মুরাদনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনার বাবা ও মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন সরকার (৭০) রহিমপুর নিজ বাড়ীতে সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ( ইন্না-লিল্লাহে ওন্নিলাহে রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর তাঁর ৩ ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে যান। দীর্গদিন যাবত তিনি বর্ধ্যার্ক জনিত কারনে অসুস্থ্যতায় ভুকছিলেন।
মরহুমের জানাযা আজ বাদ জুম্মা মুরাদনগর চৌধুরীকান্দি ( মুরাদনগর ফায়ার সাভির্স ) পশ্চিমপাশে নোয়াকান্দি রহিমপুর চৌধুরীকান্দি ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।।