তরিকুল ইসলাম তরুন, বিশেষ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউপির ভিটি বিশাড়া নয়াপাড়া নতুন বাজার সংলগ্ন ভিটি বিশাড়া টু শাহপুর সড়কে গ্রামবাসীর উদ্যাগে বাচ্চু পাগলের লাশ গভীর রাতে বক্ত মুরশিদ জিল্লু, খোরশেদ গংরার নির্দেশে উক্তলোনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এসময় নেতৃত্ব দেন যুবনেতা সাইফুলইসলাম শ্যামল,
ইফতেকার হাসান টিটু, নাছির উদ্দিন টিপু, সাইদুর রহমান শিশির, কামরুল হাসান ফিহাদ, মাওঃআবুল হাসান, মাও আলআমিন, শাহিন, খসরু মিয়া, বিল্লাল মিয়া, আপেল, রিমন, রাব্বিন , আবুল, আনোয়ার, আবুল হোসেন, হোসেন মিয়া, দিদার মিয়াসহ এলাকার তাওহিদী জনতা।
মানব বন্ধনে উপস্থিত নেতৃবিন্দ বক্তব্যে বলেন মুসলমানদের ধর্মে ও সরকারের আইনে যা নেই তা এই গ্রামে আর হতে দেব না।রাতের অন্ধকারে বাচ্চু পাগলের কথিত বক্ত মুর্শিদ, জিল্ল, খোরশেদ,গংরা যে কান্ড করেছে তা মেনে নেওয়া যায় না।মানুষ মরার পর দুনিয়াতে ভাল কিছু করে গেলে আখেরাত ভাল হয়।আর আমাদের গ্রামে ইসলাম বিরোধী কার্যকলাপ করে যাচ্ছে মুরশিদ, জিল্লু, খোরশেদ গংরা।
তাদের বিরুদ্বে আমরা আজ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদের মাধ্যেমে নবীনগর তথা ব্রাহ্মণ বাড়ীয়া জেলা প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি যে উক্ত অপরাদের জন্য দায়ী ব্যাক্তিদের বিরুদ্বে ব্যাবস্থা নেওয়া হোক। মানব বন্ধন শেষে একটি মিছিল বাচ্চু পাগলের বাড়ী পর্যন্ত যায়।মিছিলে স্লোগান ছিল ভন্ডপীর দের আস্তানা ভিটি বিশাড়ায় থাকবে না। নারায়ে তাকবির আল্লাহু আকবার।এই গ্রামের মাটি ইসলাম প্রিয় ঘাটি।