ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কামাল্লা ফাজিম মাদ্রাসার অভিবাবক প্রতিনিধি নিবার্চন অনুষ্ঠিত

 

মোঃ মোশাররফ হোসেন মনির, ২৪ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার কামাল্লা মদিনাতুল উলুম ফাজিম মাদ্রাসার পরিচালনা পরষদের অভিবাবক প্রতিনিধি নিবার্চন বুধবার মাদ্রসায় অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে।

জানা যায়, নির্বাচনে ৫জন প্রতিদ্বন্দ্বী করে ১নং ভ্যালটে আবুল কাষেম সরকার, ২নং ভ্যালটে জহিরুল হক সরকার, ৩নং ভ্যালটে জাহাঙ্গির মোল্লাকে বিজয়ি ঘোষনা করা হয়। অন্য পার্থীরা হলেন ৪নং ভ্যালটে তোফায়েল হোসেন মোল্লা ও ৫নং ভ্যালটে মোজ্জাম্মেল হক মুন্সি।

উল্লেখ্য, মোট ৪১৪ জন ভোটারদের মধ্যে ২৬৬জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। পিজাইটিং অফিসার হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার ও ৫জন পোলিং অফিসার ২টি বুথে ভোট গ্রহন করেন। এতে পুলিশ ও আনছার আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

কামাল্লা ফাজিম মাদ্রাসার অভিবাবক প্রতিনিধি নিবার্চন অনুষ্ঠিত

আপডেট সময় ০১:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০১৪

 

মোঃ মোশাররফ হোসেন মনির, ২৪ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার কামাল্লা মদিনাতুল উলুম ফাজিম মাদ্রাসার পরিচালনা পরষদের অভিবাবক প্রতিনিধি নিবার্চন বুধবার মাদ্রসায় অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে।

জানা যায়, নির্বাচনে ৫জন প্রতিদ্বন্দ্বী করে ১নং ভ্যালটে আবুল কাষেম সরকার, ২নং ভ্যালটে জহিরুল হক সরকার, ৩নং ভ্যালটে জাহাঙ্গির মোল্লাকে বিজয়ি ঘোষনা করা হয়। অন্য পার্থীরা হলেন ৪নং ভ্যালটে তোফায়েল হোসেন মোল্লা ও ৫নং ভ্যালটে মোজ্জাম্মেল হক মুন্সি।

উল্লেখ্য, মোট ৪১৪ জন ভোটারদের মধ্যে ২৬৬জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। পিজাইটিং অফিসার হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার ও ৫জন পোলিং অফিসার ২টি বুথে ভোট গ্রহন করেন। এতে পুলিশ ও আনছার আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন।