মো: ইমন মিয়া, পূর্বধইর পূর্ব ইউনিয়ন (মুরাদনগর) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার নব-গঠিত বাঙ্গরা বাজার থানার অন্তগর্ত খোষঘর গ্রামের পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের প্রাঙ্গনে কবরবাসী মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মসজিদ কমিটি। পরে সকল মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা গ্রহন করা হয়।
শনিবার বিকেলে মৃত্য ব্যাক্তিদের মাগফেরাত কামনায় দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।
মসজিদের সভাপ্রতি মো: ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা হাফেজ রহমতউল্লার পরিচালনা ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ সভাপ্রতি মো:মকবুল হোসেন, ইউনিয়নের বি,এন,পি নেতা মকবুল ডিলার, বিশিষ্ঠ সমাজ সেবক মো: কুদ্দস ভূইয়া, শাহজাহান,জলিল আমিন, এতে মসজিদ কমিটির সদস্য মধ্যে উপস্থিত ছিলেন হারুন মিয়া, আব্দুল অলেক মিয়া, আব্দুল আলীম ,ইয়াছিন, আব্দুল খালেক, জামাল, ইদ্রিস, ফুল মিয়া সরকার ,বজলু মিয়া, হজলু মিয়া, আবু কাজী, নেয়াব মিয়া, জয়নলা মেস্ত্রী, ওমর আলী, সাংবাদিক মো: ইমন মিয়া, প্রমুখ গণ্যমান্য ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।