ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে দুইটি ’টোক্কনাথ’ প্রাণী উদ্ধার

OLYMPUS DIGITAL CAMERA

মো: মোশাররফ হোসেন মনিরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় যানবাহনে তল্লাসীকালে দুইটি ‘টোক্কনাথ’ প্রাণী উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করে বাঙ্গরা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বি-বাড়িয়া জেলার নবীনগর থেকে ছেড়ে আসা মুরাদনগর উপজেলার কোিম্পানীগঞ্জগামী জনতা পরিবহনের একটি বাসে বাঙ্গরা বাজার  থানার এসআই মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের টনকি নামক স্থানের ব্রীজের উপর তল্লাসীকালে পরিতেক্ত একটি ব্যাগে দুইটি টোক্কনাথ প্রানী দেখতে প্রায়। এইগুলো উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। পরে উপজেলা বন বিভাগকে খবর দিলে রবিবার সকালে কর্মকর্তারা থানায় এসে প্রানীটিকে নিয়ে গিয়ে প্রানী গুলোকে জঁঙ্গলে উম্মক্ত করে দেন।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, মনে হচ্ছে প্রানীগুলো পাচারকরা হচ্ছিল। এইগুলো রবিবার সকালে বান বিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা বন বিভাগীগের মুরাদনগর উপজেলা বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, জেলা কর্মকর্তাদের সাথে কথা বলে আমাদের আওতাধীন জঙ্গলে প্রানী গুলোকে ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

মুরাদনগরে দুইটি ’টোক্কনাথ’ প্রাণী উদ্ধার

আপডেট সময় ০৮:৫২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০১৬
মো: মোশাররফ হোসেন মনিরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় যানবাহনে তল্লাসীকালে দুইটি ‘টোক্কনাথ’ প্রাণী উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করে বাঙ্গরা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বি-বাড়িয়া জেলার নবীনগর থেকে ছেড়ে আসা মুরাদনগর উপজেলার কোিম্পানীগঞ্জগামী জনতা পরিবহনের একটি বাসে বাঙ্গরা বাজার  থানার এসআই মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের টনকি নামক স্থানের ব্রীজের উপর তল্লাসীকালে পরিতেক্ত একটি ব্যাগে দুইটি টোক্কনাথ প্রানী দেখতে প্রায়। এইগুলো উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। পরে উপজেলা বন বিভাগকে খবর দিলে রবিবার সকালে কর্মকর্তারা থানায় এসে প্রানীটিকে নিয়ে গিয়ে প্রানী গুলোকে জঁঙ্গলে উম্মক্ত করে দেন।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, মনে হচ্ছে প্রানীগুলো পাচারকরা হচ্ছিল। এইগুলো রবিবার সকালে বান বিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা বন বিভাগীগের মুরাদনগর উপজেলা বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, জেলা কর্মকর্তাদের সাথে কথা বলে আমাদের আওতাধীন জঙ্গলে প্রানী গুলোকে ছেড়ে দেওয়া হয়েছে।