ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সীমান্তে সন্দেহজনক সংকেত!

জাতীয় ডেস্ক রির্পোটঃ
ভারত-বাংলাদেশ সীমান্তে গত কয়েক মাস ধরে সন্দেহজনক সংকেত ও ভাষা শুনতে পাচ্ছেন রেডিও ব্যবহারকারীরা। কেবল বাংলা নয়, এই যোগাযোগে উর্দু ভাষাও ব্যবহৃত হচ্ছে।
তবে যোগাযোগের স্থান নির্দিষ্ট করা সম্ভব হয়নি। ভারতীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই ধরনের যোগাযোগ সাধারণত জঙ্গিরাই করতে পারে। সংকেত উদ্ধারে এরই মধ্যে সীমান্তে সার্বক্ষণিক হ্যাম রেডিও তথা অ্যামেচার রেডিও অপারেটর মোতায়েন করেছে ভারত। এখন হ্যাম রেডিওর প্রাযুক্তিক সুবিধা কাজে লাগিয়ে অ্যামেচার রেডিও ব্যবহারকারীরা সুনির্দিষ্ট করে সন্দেহজনক সংকেত শনাক্ত করার চেষ্টা করা হবে।
গত জুনে অ্যামেচার রেডিও অপারেটেররা সন্দেহজনক  রেডিও সিগন্যাল ও অননুমোদিত রেডিও যোগাযোগ শনাক্ত করে। রেডিও অপারেটরদের দাবি, সুন্দরবন ও বসিরহাট অঞ্চল থেকে বাংলা ও উর্দু ভাষায় এ রেডিও যোগাযোগ হচ্ছে। আর তার পর পরই অপারেটররা কেন্দ্র সরকারকে খবরটি অবহিত করেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ-ভারত সীমান্তে সন্দেহজনক সংকেত!

আপডেট সময় ০২:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০১৬
জাতীয় ডেস্ক রির্পোটঃ
ভারত-বাংলাদেশ সীমান্তে গত কয়েক মাস ধরে সন্দেহজনক সংকেত ও ভাষা শুনতে পাচ্ছেন রেডিও ব্যবহারকারীরা। কেবল বাংলা নয়, এই যোগাযোগে উর্দু ভাষাও ব্যবহৃত হচ্ছে।
তবে যোগাযোগের স্থান নির্দিষ্ট করা সম্ভব হয়নি। ভারতীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই ধরনের যোগাযোগ সাধারণত জঙ্গিরাই করতে পারে। সংকেত উদ্ধারে এরই মধ্যে সীমান্তে সার্বক্ষণিক হ্যাম রেডিও তথা অ্যামেচার রেডিও অপারেটর মোতায়েন করেছে ভারত। এখন হ্যাম রেডিওর প্রাযুক্তিক সুবিধা কাজে লাগিয়ে অ্যামেচার রেডিও ব্যবহারকারীরা সুনির্দিষ্ট করে সন্দেহজনক সংকেত শনাক্ত করার চেষ্টা করা হবে।
গত জুনে অ্যামেচার রেডিও অপারেটেররা সন্দেহজনক  রেডিও সিগন্যাল ও অননুমোদিত রেডিও যোগাযোগ শনাক্ত করে। রেডিও অপারেটরদের দাবি, সুন্দরবন ও বসিরহাট অঞ্চল থেকে বাংলা ও উর্দু ভাষায় এ রেডিও যোগাযোগ হচ্ছে। আর তার পর পরই অপারেটররা কেন্দ্র সরকারকে খবরটি অবহিত করেন।