এম, কে, আই জাবেদঃ
সারাদশে উন্নায়নরে জোয়ারে ভাসলেও মুরাদনগর গত ৩ বছরে কোন উন্নতি হয়ন, মুরাদনগরে বিভন্নি যুবকদরে মধ্যে মাদকতার হার বৃদ্ধি পাচ্ছে এবং বেকারত্ব সংখ্যা বেড়ে চলছে। র্বতমান সংসদ সদস্য তার নিজ এলাকার আশপাশের রাস্তা পাকা করলেও উপজেোর বিভিন্ন সড়করে মেরামত বা সংস্কার করছেনা। এমনই অভেযোগ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলার শ্রীকাইল কে কে উচ্চ বদ্যিালয় মাঠে এক পথ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য কালে এসব কথা বলনে।
শ্রীকাইল ইউনয়িন আ’লীগরে ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মতনি মম্বোররে সভাপতিত্বে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখনে কুমিল্লা উত্তর জেলা আ’লীগরে সহ সভাপতি হাানিফ সরকার, এ্যড নাজামুল হক, সাংগঠননিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, আইন বষিয়ক সম্পাদক এ্যাড তানভীর আহম্মদে ফয়সাল, সাংস্কৃতকি সম্পাদক মাকসুদুল ইসলাম মাসুক, জেলা কমিটির সদস্য বশ্বিজিৎ সরকার বিশু, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বশীর, শ্রীকাইল ইউনয়িন স্বেচ্ছসেবক লীগরে সভাপতি বাবুল মিয়া, সাধাররন সম্পাদক মাকসুদ আলম রুবলে, স্থানীয় ইউনয়িন ছাত্রলীগরে সাবকে সভাপতি মাহাবুব সরকার প্রমূখ।
পথ সভা সঞ্চালনা করনে কুমল্লিা উঃ জলো স্বচ্ছোসবেক লীগরে সদস্য মোঃ বিল্লাল হোসনে।