ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইউছুফ হারুন এমপি আমাদের অভিবাবক, তিনি ভোট প্রয়োগ করার সুন্দর পরিবেশ তৈরী করবেন–বনকুমার শিব|

মো: ইমন মিয়া, পূর্বধইর পূর্ব ইউনিয়ন (মুরাদনগর) প্রতিনিধিঃ
ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি আমাদের অভিভাবক, তিনিই ভোটারদের অধিকার রক্ষায় ভোটের সুন্দর পরিবেশ তৈরী করবেন বলে মন্তব্য করেন আসন্ন মুরাদনগর উপজেলার ইউপি নির্বাচনের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক বনকুমার শিব।
মহানবী (স:) নামাজ পড়তে যাওয়ার পথে এক বুড়ির কাটা বিছিয়ে রাখার ঘটনার বিবরন টেনে বনকুমার শিব বলেন, আমি সেই নবীর আদর্শের মতো আমিও আজ যারা আমার বিরুদ্ধে নির্বাচন ও বিপক্ষে কাজ করছেন তাদেরকে নিবার্চনের পরও বুকে টেনে নেব।
শুক্রবার বিকেলে উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রচারনার সময় খোষঘর গ্রামের ব্যাপারী বাড়ীর মাঠে এক পথ সভায় এসব কথা বলেন।
আ’লীগের চেয়ারম্যান প্রার্থী শুকলাল দেবনাথের এক বক্তব্যে বলা জনগন ভোট না দিলে বিকল্প ব্যবস্থা গ্রহন করবেন।  বনকুমার শিব এই বক্তব্যার নিন্দা জানিয়ে বলেন এমন বক্তব্যের মধ্য দিয়ে শুকলাল দেবনাথ প্রকাশ্যে ভোটারদের হুমকি দিচ্ছেন । তিনি অভিযোগ করে আরো বলেন, শুকলালের সমর্থক ঘোষঘর গ্রামের আবু জাহের ভূইয়াকে দিয়ে ভোটারদের নানান ভাবে হুমকি দিচ্ছে। ভোট না দিলে নির্বাচনের পর দেশ থেকে বিতারিত করা হবে। তিনি আরো বলেন আমি চেয়ারম্যান থাকাকালীন সময় কোন সম্পদ চুরি করিনি আমি আপনাদের মন চুরি করেছি।
আঃ অহিদ মিয়ার এর সভাপতিত্বে পথ সভায় স্বাগত বক্তব্য রাখেন আ: কাদির উক্ত পথ সভায় অন্যান্যের মধ্যে  আরো বক্তব্য রাখেন, আঃ রউফ, কুদ্দুস মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চনু, এ্যাডঃ নুর মোহাম্মদ, আবুল কালাম, পিয়ারা বেগম, জাকির মিয়া, আঃ মান্নান, মজিব মিয়া, বাচ্চু মিয়া, সরাব আলী, হাজী বজলু মিয়া, সামসুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।
ট্যাগস

ইউছুফ হারুন এমপি আমাদের অভিবাবক, তিনি ভোট প্রয়োগ করার সুন্দর পরিবেশ তৈরী করবেন–বনকুমার শিব|

আপডেট সময় ০৬:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০১৬
মো: ইমন মিয়া, পূর্বধইর পূর্ব ইউনিয়ন (মুরাদনগর) প্রতিনিধিঃ
ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি আমাদের অভিভাবক, তিনিই ভোটারদের অধিকার রক্ষায় ভোটের সুন্দর পরিবেশ তৈরী করবেন বলে মন্তব্য করেন আসন্ন মুরাদনগর উপজেলার ইউপি নির্বাচনের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক বনকুমার শিব।
মহানবী (স:) নামাজ পড়তে যাওয়ার পথে এক বুড়ির কাটা বিছিয়ে রাখার ঘটনার বিবরন টেনে বনকুমার শিব বলেন, আমি সেই নবীর আদর্শের মতো আমিও আজ যারা আমার বিরুদ্ধে নির্বাচন ও বিপক্ষে কাজ করছেন তাদেরকে নিবার্চনের পরও বুকে টেনে নেব।
শুক্রবার বিকেলে উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রচারনার সময় খোষঘর গ্রামের ব্যাপারী বাড়ীর মাঠে এক পথ সভায় এসব কথা বলেন।
আ’লীগের চেয়ারম্যান প্রার্থী শুকলাল দেবনাথের এক বক্তব্যে বলা জনগন ভোট না দিলে বিকল্প ব্যবস্থা গ্রহন করবেন।  বনকুমার শিব এই বক্তব্যার নিন্দা জানিয়ে বলেন এমন বক্তব্যের মধ্য দিয়ে শুকলাল দেবনাথ প্রকাশ্যে ভোটারদের হুমকি দিচ্ছেন । তিনি অভিযোগ করে আরো বলেন, শুকলালের সমর্থক ঘোষঘর গ্রামের আবু জাহের ভূইয়াকে দিয়ে ভোটারদের নানান ভাবে হুমকি দিচ্ছে। ভোট না দিলে নির্বাচনের পর দেশ থেকে বিতারিত করা হবে। তিনি আরো বলেন আমি চেয়ারম্যান থাকাকালীন সময় কোন সম্পদ চুরি করিনি আমি আপনাদের মন চুরি করেছি।
আঃ অহিদ মিয়ার এর সভাপতিত্বে পথ সভায় স্বাগত বক্তব্য রাখেন আ: কাদির উক্ত পথ সভায় অন্যান্যের মধ্যে  আরো বক্তব্য রাখেন, আঃ রউফ, কুদ্দুস মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চনু, এ্যাডঃ নুর মোহাম্মদ, আবুল কালাম, পিয়ারা বেগম, জাকির মিয়া, আঃ মান্নান, মজিব মিয়া, বাচ্চু মিয়া, সরাব আলী, হাজী বজলু মিয়া, সামসুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।