ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন মডেলের ৩২টি মিররলেস লেন্স আনছে ক্যানন

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

আগামী চার বছরে আরএফ মিররলেস লেন্স লাইনআপে অন্তত ৩২টি নতুন মডেল যোগ করার পরিকল্পনা করেছে ক্যামেরা নির্মাতা ক্যানন। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন ইঙ্গিত করছে এমনটাই।

বাজারে ক্যামেরার ব্যয়বহুল মডেল ও লেন্সের চাহিদা বাড়তে থাকায় ক্যাননও সে চাহিদাকেই পুঁজি করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।

প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনের বরাত দিয়ে ‘ক্যানন রিউমার্স’ বলছে, আরএফ মিররলেস লেন্স বাজারজাত করার বর্তমান গতি ধরে রাখতে চায় প্রতিষ্ঠানটি।

২০২০-২০২১ অর্থবছরে আরএফ মিররলেস লেন্সের আটটি মডেল উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই গতি বজায় থাকলে আগামী চার বছরে আরো ৩২টি মিররলেস লেন্স আনবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট বলছে, ক্যানন নিজস্ব লক্ষ্যমাত্রা ধরে রাখতে পারলে চার বছর শেষে প্রতিষ্ঠানটির ‘ফুল ফ্রেম’ আরএফ মিররলেস লেন্সের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৬০-এর ঘরে।

সাম্প্রতিক বছরগুলোতে সাশ্রয়ী দামের ‘এন্ট্রি-লেভেল’ ক্যামেরার বাজার সংকুচিত হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ক্যানন প্রধান ফুজিও মিতারাই। স্মার্টফোনের কারণে সাশ্রয়ী দামের ক্যামেরার চাহিদা কমলেও বিলাসবহুল মডেলগুলোর চাহিদা আগের মতোই আছে বলে জানিয়েছেন তিনি।

ক্যাননও বাজারের ব্যয়বহুল ক্যামেরা ও যন্ত্রাংশের চাহিদাকে পুঁজি করতে চায় বলে জানিয়েছেন মিতরাই। মিররলেস ক্যামেরার বাজারে তারা সনি’র বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছে ক্যানন।

‘সব মিলিয়ে বাজার বিস্তার শেষ সীমানায় চলে এসেছে বলে মনে হচ্ছে,’ বলেন মিতরাই।

‘গেল কয়েক বছরে আমরা প্রতিযোগিতামূলক ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা এবং আরএফ লেন্স দিয়ে আমাদের লাইনআপ সমৃদ্ধ করে ইওএস আর সিস্টেমের আবেদন বাড়ানোর চেষ্টা করেছি। ফলে মিররলেস ক্যামেরা বাজারে শক্ত অবস্থান তৈরি হয়েছে আমাদের, যেখান থেকে বাজারের শীর্ষ অবস্থানকে টার্গেট করতে পারি আমরা।’

ক্যানন নির্মাণ কারখানার কার্যপ্রণালীতে স্বয়ংক্রিয়তা বাড়িয়ে মুনাফা বৃদ্ধির পরিকল্পনা করেছে বলে জানিয়েছে এনগ্যাজেট। এ ছাড়াও ‘পাওয়ারশট পিএক্স’-এর মতো নতুন ব্যতিক্রমী ডিজাইনের ক্যামেরার উপরও জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে খাল খননের নামে চলছে হরিলুট, মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়!

নতুন মডেলের ৩২টি মিররলেস লেন্স আনছে ক্যানন

আপডেট সময় ০৩:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

আগামী চার বছরে আরএফ মিররলেস লেন্স লাইনআপে অন্তত ৩২টি নতুন মডেল যোগ করার পরিকল্পনা করেছে ক্যামেরা নির্মাতা ক্যানন। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন ইঙ্গিত করছে এমনটাই।

বাজারে ক্যামেরার ব্যয়বহুল মডেল ও লেন্সের চাহিদা বাড়তে থাকায় ক্যাননও সে চাহিদাকেই পুঁজি করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।

প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনের বরাত দিয়ে ‘ক্যানন রিউমার্স’ বলছে, আরএফ মিররলেস লেন্স বাজারজাত করার বর্তমান গতি ধরে রাখতে চায় প্রতিষ্ঠানটি।

২০২০-২০২১ অর্থবছরে আরএফ মিররলেস লেন্সের আটটি মডেল উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই গতি বজায় থাকলে আগামী চার বছরে আরো ৩২টি মিররলেস লেন্স আনবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট বলছে, ক্যানন নিজস্ব লক্ষ্যমাত্রা ধরে রাখতে পারলে চার বছর শেষে প্রতিষ্ঠানটির ‘ফুল ফ্রেম’ আরএফ মিররলেস লেন্সের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৬০-এর ঘরে।

সাম্প্রতিক বছরগুলোতে সাশ্রয়ী দামের ‘এন্ট্রি-লেভেল’ ক্যামেরার বাজার সংকুচিত হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ক্যানন প্রধান ফুজিও মিতারাই। স্মার্টফোনের কারণে সাশ্রয়ী দামের ক্যামেরার চাহিদা কমলেও বিলাসবহুল মডেলগুলোর চাহিদা আগের মতোই আছে বলে জানিয়েছেন তিনি।

ক্যাননও বাজারের ব্যয়বহুল ক্যামেরা ও যন্ত্রাংশের চাহিদাকে পুঁজি করতে চায় বলে জানিয়েছেন মিতরাই। মিররলেস ক্যামেরার বাজারে তারা সনি’র বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছে ক্যানন।

‘সব মিলিয়ে বাজার বিস্তার শেষ সীমানায় চলে এসেছে বলে মনে হচ্ছে,’ বলেন মিতরাই।

‘গেল কয়েক বছরে আমরা প্রতিযোগিতামূলক ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা এবং আরএফ লেন্স দিয়ে আমাদের লাইনআপ সমৃদ্ধ করে ইওএস আর সিস্টেমের আবেদন বাড়ানোর চেষ্টা করেছি। ফলে মিররলেস ক্যামেরা বাজারে শক্ত অবস্থান তৈরি হয়েছে আমাদের, যেখান থেকে বাজারের শীর্ষ অবস্থানকে টার্গেট করতে পারি আমরা।’

ক্যানন নির্মাণ কারখানার কার্যপ্রণালীতে স্বয়ংক্রিয়তা বাড়িয়ে মুনাফা বৃদ্ধির পরিকল্পনা করেছে বলে জানিয়েছে এনগ্যাজেট। এ ছাড়াও ‘পাওয়ারশট পিএক্স’-এর মতো নতুন ব্যতিক্রমী ডিজাইনের ক্যামেরার উপরও জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।