ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের ঘোষণা দিলেন দেব

বিনোদন ডেস্ক :

১৮ জানুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম)ঃ

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোমবার সন্ধ্যায় কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে দেব জানিয়েছেন, বিয়ে করতে চলেছেন তিনি। কিন্তু কাকে? সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে মুচকি হেসে তিনি শুধু বললেন, ‘আর হাতে মাত্র তিন বছর, তারমধ্যেই বিয়েটা সেরে ফেলতে হবে’।

একটা সময় ছিল যখন টলি-সুন্দরী শুভশ্রীর সঙ্গে প্রেমে হাবুডুমু খেয়েছিলেন এই হিরো৷ কিন্তু শুভশ্রী এখন দেবের সুদূর অতীত৷ নতুন করে প্রেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ  দেব? দীপক অধিকারী। আর তাঁকেই জীবনসঙ্গিনী হিসাবে বেছে নিতে চান৷ তবে কে সেই  তা গোপন রেখেছেন দেব নিজেও।

বিয়ের দিনটি ঠিক করে ফেলেছেন। এদিকে পাত্রীটি সম্পর্কে মুখ খুলতে নারাজ এই হিরো৷ তবে টলিউডের নবাগতা সায়ন্তিকার সঙ্গে এখন প্রায়ই দেখা যাচ্ছে দেবকে। রবি কিনাগীর আপকামিং ছবিত হিরোগিরিতে একসঙ্গে কাজও করেছেন তাঁরা। এই ছবির একটি গান ‘কে তুই বল’-এ বেশ মাখোমাখো তাদের রসায়ন। তাহলে কি থাইল্যান্ডের বিচেই সায়ন্তিকা উত্তর দিয়ে দিয়েছেন দেবের? আর তা জানার জন্য আরও তিন বছর অপেক্ষা করতে হলে বলে জানালেন দেব৷আর তার বিয়ে টগবগ করে ফুটছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

বিয়ের ঘোষণা দিলেন দেব

আপডেট সময় ০১:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫

বিনোদন ডেস্ক :

১৮ জানুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম)ঃ

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোমবার সন্ধ্যায় কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে দেব জানিয়েছেন, বিয়ে করতে চলেছেন তিনি। কিন্তু কাকে? সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে মুচকি হেসে তিনি শুধু বললেন, ‘আর হাতে মাত্র তিন বছর, তারমধ্যেই বিয়েটা সেরে ফেলতে হবে’।

একটা সময় ছিল যখন টলি-সুন্দরী শুভশ্রীর সঙ্গে প্রেমে হাবুডুমু খেয়েছিলেন এই হিরো৷ কিন্তু শুভশ্রী এখন দেবের সুদূর অতীত৷ নতুন করে প্রেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ  দেব? দীপক অধিকারী। আর তাঁকেই জীবনসঙ্গিনী হিসাবে বেছে নিতে চান৷ তবে কে সেই  তা গোপন রেখেছেন দেব নিজেও।

বিয়ের দিনটি ঠিক করে ফেলেছেন। এদিকে পাত্রীটি সম্পর্কে মুখ খুলতে নারাজ এই হিরো৷ তবে টলিউডের নবাগতা সায়ন্তিকার সঙ্গে এখন প্রায়ই দেখা যাচ্ছে দেবকে। রবি কিনাগীর আপকামিং ছবিত হিরোগিরিতে একসঙ্গে কাজও করেছেন তাঁরা। এই ছবির একটি গান ‘কে তুই বল’-এ বেশ মাখোমাখো তাদের রসায়ন। তাহলে কি থাইল্যান্ডের বিচেই সায়ন্তিকা উত্তর দিয়ে দিয়েছেন দেবের? আর তা জানার জন্য আরও তিন বছর অপেক্ষা করতে হলে বলে জানালেন দেব৷আর তার বিয়ে টগবগ করে ফুটছে।