ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অনাগত সন্তানের কাছ থেকে বার্তা পান মেগান!

বিনোধন ডেস্কঃ
ভৌতিক মনে হলেও হলিউড অভিনেত্রী মেগার ফক্সের দাবি, তার অনাগত সন্তানের কাছ থেকে তিনি বার্তা পান। সম্প্রতি জনপ্রিয় টিভি টকশো ‘জিমি কিমেল লাইভ’-এ এমনটাই দাবি করেছেন তিনি।
মেগান ফক্স বলেছেন, আমার অনাগত সন্তান আমাকে বার্তা দিয়েছে একটি সম্পূর্ণ আলাদা জায়গায় থাকতে। আপনি কোনো শব্দ শুনতে পাবেন না। কিন্তু আমি এটা অনুভব করতে পারি।
তিনি বলেন, এই সন্তান আমাকে অন্য কোনো জায়গায় বাস করাতে চায়। তাই আমরা লস অ্যাঞ্জেলসের অন্য জায়গায় যাচ্ছি। আমি মনে করি সে সেখানে বড় হতে চাচ্ছে।
মেগান আরো বলেছেন, অনাগত সন্তানটি তাকে জানিয়েছে যে সে (অনাগত সন্তান) রকেট সাইনটিস্ট ওয়ার্নার ভন ব্রাউন অথবা আবিষ্কারক এলন মাস্কের মতো ‘সুপার জিনিয়াস’ হবে।
মেগান ফক্সের সাবেক স্বামী ব্রিয়ানের সঙ্গে তিন বছর বয়সী নোয়া ও দুই বছর বয়সী বোধি নামে আরো দুই সন্তান রয়েছে।
মেগান বর্তমানে তার নতুন ছবি ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস্: আউট অব দ্য শ্যাডোস’ এর প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার ছবিটি মুক্তি পাবে। খবর: এনডিটিভি।
ট্যাগস

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

অনাগত সন্তানের কাছ থেকে বার্তা পান মেগান!

আপডেট সময় ০৯:১৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬
বিনোধন ডেস্কঃ
ভৌতিক মনে হলেও হলিউড অভিনেত্রী মেগার ফক্সের দাবি, তার অনাগত সন্তানের কাছ থেকে তিনি বার্তা পান। সম্প্রতি জনপ্রিয় টিভি টকশো ‘জিমি কিমেল লাইভ’-এ এমনটাই দাবি করেছেন তিনি।
মেগান ফক্স বলেছেন, আমার অনাগত সন্তান আমাকে বার্তা দিয়েছে একটি সম্পূর্ণ আলাদা জায়গায় থাকতে। আপনি কোনো শব্দ শুনতে পাবেন না। কিন্তু আমি এটা অনুভব করতে পারি।
তিনি বলেন, এই সন্তান আমাকে অন্য কোনো জায়গায় বাস করাতে চায়। তাই আমরা লস অ্যাঞ্জেলসের অন্য জায়গায় যাচ্ছি। আমি মনে করি সে সেখানে বড় হতে চাচ্ছে।
মেগান আরো বলেছেন, অনাগত সন্তানটি তাকে জানিয়েছে যে সে (অনাগত সন্তান) রকেট সাইনটিস্ট ওয়ার্নার ভন ব্রাউন অথবা আবিষ্কারক এলন মাস্কের মতো ‘সুপার জিনিয়াস’ হবে।
মেগান ফক্সের সাবেক স্বামী ব্রিয়ানের সঙ্গে তিন বছর বয়সী নোয়া ও দুই বছর বয়সী বোধি নামে আরো দুই সন্তান রয়েছে।
মেগান বর্তমানে তার নতুন ছবি ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস্: আউট অব দ্য শ্যাডোস’ এর প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার ছবিটি মুক্তি পাবে। খবর: এনডিটিভি।