ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে অসহায় বৃদ্ধা পরিবারের বসত বাড়ি দখলের আভিযোগ

Exif_JPEG_420

কুমিল্লা মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের এক অসহায় বৃদ্ধা পরিবারের বাড়ী দখলের পায়তারা অভিযোগ উঠেছে আবুল কাষেমের নেতৃত্বে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার রাজাবাড়ী গ্রামের বইলঘর মৌজার, খতিয়ান নং-২৬৯, দাগনং ৩০৯৪ এর উপর পুত্র সন্তান বিহিন আব্দুল মোতালেব নামের এক বৃদ্ধার বসত বাড়ীর দঘল করে নেওয়ার চেষ্ঠ করছে গ্রামের মৃত লাহের মিয়ার ছেলে আ: মালেক, ছেলে বাবুল মিয়া ও ভাই আবুল কাষেমের পরিবার। ইতি মধ্যে দখলবাজ ঐই  পরিবারটি আব্দুল মোতালেবের বাড়ীর একাংশ দখল করে বাড়ী ঘড় নির্মান করে বেরা ও কাটাতারের বেষ্টনি নির্মান করে রেখেছে। এ দলল করতে গিয়ে প্রায় সময় এই বৃদ্ধা পরিবারের সদস্যদের মারধরসহ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে দখলবাজরা। এ বিষয়ে গত বছরের ২ নভেম্বর অসহায় পরিবারটির উপর হামলা চালিয়ে সদস্যদের আহত করে বাড়ি দখল করলে স্ত্রী নূরুন্নাহার বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা করলে তাদের উপর বেরে যায় নির্যাতনের মাত্রা। এক পর্যায়ে হুমকির মাধ্যমে স্টাম্প ও সাদা কাগজে  আবদুল মোতালেবের স্বাক্ষর নিয়ে নেয় পরিবারটির দাবী। এ বিষয়ে আবদুল মোতালেব ২০ এপ্রিল বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে এখন পর্যন্ত থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহন না করায় পরিবারটি অসহায় ও নিরাপ্তাহিনতা রয়েছে পরিবারটি।

অসহায় পরিবারের আবদুল মোতালেব বলেন, আমার কোন প্রকার ছেলে সন্তান না থাকা ও মেয়ে সন্তান থাকায় ঔ কুচক্র মহলটির আমার বাড়ীর উপর দৃষ্টি পরে। তাই আমার বাড়ি দখল করে নিচ্ছে। আমার সাথে প্রতারনার মাধ্যমে আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে নেয় ঐ চক্রটি। এবং বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। তাই আমি সকলের কাছে সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযোক্ত আবুল কাষেম সকল ঘটনা অশ্বিকার করে বলেন, বাড়ী দখলের কোন কারন নেই। আমরা আমাদের বাড়ীতেই গড় নির্মান করেছি। স্বাক্ষরের বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মোতালেব মিয়ার কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে।

বাঙ্গরা বাজার থানার এসআই ও তদন্তকারি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, উভয় পক্ষের পালটা-পালটি দু’টি অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থ্যা গ্রহন করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

মুরাদনগরে অসহায় বৃদ্ধা পরিবারের বসত বাড়ি দখলের আভিযোগ

আপডেট সময় ০২:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭

কুমিল্লা মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের এক অসহায় বৃদ্ধা পরিবারের বাড়ী দখলের পায়তারা অভিযোগ উঠেছে আবুল কাষেমের নেতৃত্বে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার রাজাবাড়ী গ্রামের বইলঘর মৌজার, খতিয়ান নং-২৬৯, দাগনং ৩০৯৪ এর উপর পুত্র সন্তান বিহিন আব্দুল মোতালেব নামের এক বৃদ্ধার বসত বাড়ীর দঘল করে নেওয়ার চেষ্ঠ করছে গ্রামের মৃত লাহের মিয়ার ছেলে আ: মালেক, ছেলে বাবুল মিয়া ও ভাই আবুল কাষেমের পরিবার। ইতি মধ্যে দখলবাজ ঐই  পরিবারটি আব্দুল মোতালেবের বাড়ীর একাংশ দখল করে বাড়ী ঘড় নির্মান করে বেরা ও কাটাতারের বেষ্টনি নির্মান করে রেখেছে। এ দলল করতে গিয়ে প্রায় সময় এই বৃদ্ধা পরিবারের সদস্যদের মারধরসহ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে দখলবাজরা। এ বিষয়ে গত বছরের ২ নভেম্বর অসহায় পরিবারটির উপর হামলা চালিয়ে সদস্যদের আহত করে বাড়ি দখল করলে স্ত্রী নূরুন্নাহার বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা করলে তাদের উপর বেরে যায় নির্যাতনের মাত্রা। এক পর্যায়ে হুমকির মাধ্যমে স্টাম্প ও সাদা কাগজে  আবদুল মোতালেবের স্বাক্ষর নিয়ে নেয় পরিবারটির দাবী। এ বিষয়ে আবদুল মোতালেব ২০ এপ্রিল বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে এখন পর্যন্ত থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহন না করায় পরিবারটি অসহায় ও নিরাপ্তাহিনতা রয়েছে পরিবারটি।

অসহায় পরিবারের আবদুল মোতালেব বলেন, আমার কোন প্রকার ছেলে সন্তান না থাকা ও মেয়ে সন্তান থাকায় ঔ কুচক্র মহলটির আমার বাড়ীর উপর দৃষ্টি পরে। তাই আমার বাড়ি দখল করে নিচ্ছে। আমার সাথে প্রতারনার মাধ্যমে আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে নেয় ঐ চক্রটি। এবং বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। তাই আমি সকলের কাছে সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযোক্ত আবুল কাষেম সকল ঘটনা অশ্বিকার করে বলেন, বাড়ী দখলের কোন কারন নেই। আমরা আমাদের বাড়ীতেই গড় নির্মান করেছি। স্বাক্ষরের বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মোতালেব মিয়ার কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে।

বাঙ্গরা বাজার থানার এসআই ও তদন্তকারি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, উভয় পক্ষের পালটা-পালটি দু’টি অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থ্যা গ্রহন করা হবে।