ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফিফা র‌্যাঙ্ককিংয়ে ১৩ ধাপ উন্নতি বাংলাদেশের

প্রকাশিত হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণ। এতে ১৩ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সম্প্রতি এশিয়ান গেমস এবং কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভাল ফল করায় র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৭৬ থেকে বাংলাদেশের র‍্যাঙ্কিং এখন ১৬৩। এশিয়াতে তাদের অবস্থান ৩৩ এবং সাফ অঞ্চলে তৃতীয়।
fifa
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা আফগানিস্তান সাফ অঞ্চলে আছে শীর্ষস্থানে (১৩৩)। এরপর আছে যথাক্রমে মালদ্বীপ (১৪২), শ্রীলঙ্কা (১৬৯), ভারত (১৭০), বাংলাদেশ(১৭৬), নেপাল (১৭৯), পাকিস্তান (১৮৩) ও ভুটান (২০৯)।

এশিয়ার সেরা দশ: জাপান (বিশ্বে ৫৩), ইরান (৫৬), দক্ষিণ কোরিয়া (৬৯), উজবেকিস্তান (৭৪), আরব আমিরাত (৮৫), জর্দান (৮৬), ওমান (৯৬), কাতার (৯৮), চীন (৯৯) ও অস্ট্রেলিয়া (১০২)।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটি অক্ষুণ রেখেছে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি (১)। তাদের মতোই অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা (২), কলম্বিয়া (৩), বেলজিয়াম (৪), হল্যান্ড (৫) ও ব্রাজিল (৬)। দুই ধাপ উন্নতি হয়েছে পর্তুগালের (৭)। তাদের মতো সমান পয়েন্ট নিয়ে অপরিবর্তিত আছে ফ্রান্সের অবস্থান (৭)। এক ধাপ এগিয়েছে স্পেন (৯)। তবে দুই ধাপ অবনতি হয়েছে উরুগুয়ের (১০)।

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে এক সময়ের ড্যানিশ উপনিবেশ ইউরোপের ফ্যারো আইল্যান্ডের। ৮২ ধাপ এগিয়ে তারা এখন ১০৫ নম্বরে। মজার ব্যাপার তাদের ঠিক ওপরেই ইরাক, এশিয়া-মধ্যপ্রাচ্যের এই দেশটিরই সবচেয়ে বেশি অবনতি হয়েছে! ২৩ ধাপ পিছিয়ে তাদের র‍্যাঙ্কিং এখন ১০৪।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

ফিফা র‌্যাঙ্ককিংয়ে ১৩ ধাপ উন্নতি বাংলাদেশের

আপডেট সময় ০৪:৩২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪

প্রকাশিত হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণ। এতে ১৩ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সম্প্রতি এশিয়ান গেমস এবং কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভাল ফল করায় র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৭৬ থেকে বাংলাদেশের র‍্যাঙ্কিং এখন ১৬৩। এশিয়াতে তাদের অবস্থান ৩৩ এবং সাফ অঞ্চলে তৃতীয়।
fifa
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা আফগানিস্তান সাফ অঞ্চলে আছে শীর্ষস্থানে (১৩৩)। এরপর আছে যথাক্রমে মালদ্বীপ (১৪২), শ্রীলঙ্কা (১৬৯), ভারত (১৭০), বাংলাদেশ(১৭৬), নেপাল (১৭৯), পাকিস্তান (১৮৩) ও ভুটান (২০৯)।

এশিয়ার সেরা দশ: জাপান (বিশ্বে ৫৩), ইরান (৫৬), দক্ষিণ কোরিয়া (৬৯), উজবেকিস্তান (৭৪), আরব আমিরাত (৮৫), জর্দান (৮৬), ওমান (৯৬), কাতার (৯৮), চীন (৯৯) ও অস্ট্রেলিয়া (১০২)।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটি অক্ষুণ রেখেছে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি (১)। তাদের মতোই অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা (২), কলম্বিয়া (৩), বেলজিয়াম (৪), হল্যান্ড (৫) ও ব্রাজিল (৬)। দুই ধাপ উন্নতি হয়েছে পর্তুগালের (৭)। তাদের মতো সমান পয়েন্ট নিয়ে অপরিবর্তিত আছে ফ্রান্সের অবস্থান (৭)। এক ধাপ এগিয়েছে স্পেন (৯)। তবে দুই ধাপ অবনতি হয়েছে উরুগুয়ের (১০)।

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে এক সময়ের ড্যানিশ উপনিবেশ ইউরোপের ফ্যারো আইল্যান্ডের। ৮২ ধাপ এগিয়ে তারা এখন ১০৫ নম্বরে। মজার ব্যাপার তাদের ঠিক ওপরেই ইরাক, এশিয়া-মধ্যপ্রাচ্যের এই দেশটিরই সবচেয়ে বেশি অবনতি হয়েছে! ২৩ ধাপ পিছিয়ে তাদের র‍্যাঙ্কিং এখন ১০৪।