ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইমাম হোসেইন (আ.)’র মাজারে কোটি মানুষের সমাবেশ, শত্রুরা কাঁপছে: খতিব

ধর্ম ও জীবন ডেস্ক:

ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজআলী আকবারি বলেছেন, ইরাকের কারবালায় ইমাম হোসেইন (আ.)’র মাজারে কোটি কোটি শোকার্ত মানুষের সমাবেশ শত্রুদের দেহে কাঁপন সৃষ্টি করেছে, এই পরিস্থিতি শত্রুদের জন্য এখন এক দুঃস্বপ্ন।

শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন মোহাম্মাদ জাওয়াদ হাজআলী আকবারি। এছাড়া তিনি মহানবী হজরত মুহাম্মদ (স.)’র প্রাণপ্রিয় নাতি ইমাম হোসেইন (আ.)’র শাহাদাতের চেহলাম বা আরবাঈনের অনুষ্ঠান সুচারুভাবে পালনে ইরাকের সরকার ও জনগণের প্রচেষ্টা ও সাফল্যের প্রশংসা করেন।

জুমার নামাজের খতিব আরও বলেন, ইমাম হোসেইন (আ.)’র চেহলামের অনুষ্ঠান সাম্রাজ্যবাদীদের পতনের গতিকে ত্বরান্বিত করছে।

আগামীকাল হচ্ছে ইমাম হোসেইন (আ.)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী। এ উপলক্ষে গত কয়েক দিনে ইরাকের কারবালায় ইমামের মাজার জিয়ারত করেছেন কোটি কোটি মানুষ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

ইমাম হোসেইন (আ.)’র মাজারে কোটি মানুষের সমাবেশ, শত্রুরা কাঁপছে: খতিব

আপডেট সময় ০৬:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
ধর্ম ও জীবন ডেস্ক:

ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজআলী আকবারি বলেছেন, ইরাকের কারবালায় ইমাম হোসেইন (আ.)’র মাজারে কোটি কোটি শোকার্ত মানুষের সমাবেশ শত্রুদের দেহে কাঁপন সৃষ্টি করেছে, এই পরিস্থিতি শত্রুদের জন্য এখন এক দুঃস্বপ্ন।

শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন মোহাম্মাদ জাওয়াদ হাজআলী আকবারি। এছাড়া তিনি মহানবী হজরত মুহাম্মদ (স.)’র প্রাণপ্রিয় নাতি ইমাম হোসেইন (আ.)’র শাহাদাতের চেহলাম বা আরবাঈনের অনুষ্ঠান সুচারুভাবে পালনে ইরাকের সরকার ও জনগণের প্রচেষ্টা ও সাফল্যের প্রশংসা করেন।

জুমার নামাজের খতিব আরও বলেন, ইমাম হোসেইন (আ.)’র চেহলামের অনুষ্ঠান সাম্রাজ্যবাদীদের পতনের গতিকে ত্বরান্বিত করছে।

আগামীকাল হচ্ছে ইমাম হোসেইন (আ.)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী। এ উপলক্ষে গত কয়েক দিনে ইরাকের কারবালায় ইমামের মাজার জিয়ারত করেছেন কোটি কোটি মানুষ।