তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার নিলখী স্বর্ণকার পাড়ায় মহিলাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ ।
গ্রেফতার কৃতরা হল উপজেলার মধ্যকান্দি গ্রামের মৃত ইসমাইলে ছেলে জসিম ও বড় ঘারমোড়া গ্রামের হানিফ মিয়ার মেয়ে রুপা (২৫)।
থানাপুলিশ ও এলাকাবাসি জানায়, রবিবার বিকেলে ইয়াবা টেবলেট বিক্রির সময় মোঃ জসিম(২৫), ও রুপা(২৫) নামের এক মহিলাসহ মো. জসিম (২৫)কে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের কে গ্রেফতার করে । গ্রেফতার কৃতরা হল উপজেলার মধ্যকান্দি গ্রামের মৃত ইসমাইলে ছেলে জসিম ও বড় ঘারমোড়া গ্রামের হানিফ মিয়ার মেয়ে রুপা (২৫)।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী জানান গতকাল রবিবার বিকেলে ইয়াবা বিক্রির সময় এলাকাবাসি জসিম ও রুপা নামের দুই ব্যক্তি কে আটক করে পুলিশে খবর দিলে পুলিশের এসআই কাজী নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরাে তাদের জবানবন্দি অনুযায়ী নিলখী স্বর্ণকার পাড়া গ্রামের রেহান উদ্দিন ওরফে রেনু মিয়ার মেয়ে আনোয়ারা বেগম ওরফে সুফিয়া বেগম(৪৫)সহ ৩ জনকে আসামী করে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা হয়। গ্রেফতারকুত দুই জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আনোয়ারা বেগম কে গ্রেফতারের চেষ্টা অব্যহত।