মো: ইমন মিয়া, পূর্বধইর পূর্ব ইউনিয়ন (মুরাদনগর) প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের খোশঘর গ্রামে মোঃ ফুল মিয়া সরকারের স্ত্রী জাহেনারা বেগম (৫৫) হারিয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা সোহরদী হাসপাতাল হতে জাহানারা বেগম হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
তাকে অনেক খোঁজা খুঁজি করার পরও কোথাও খোঁজে পাওয়া যায়নি।
তার উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, তার পরনে ছিল মেসকি । কোনো সহৃদয় ব্যক্তি বৃদ্ধা মহিলার সন্ধান পেয়ে থাকেন।
তাহলে নাম্বারে মোঃ ফুল মিয়া সরকার = 01814-993668, মোঃ মকবুল হোসেন= 01712800567 যোগাযোগের করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।