ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে দু’জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নাবলুস এলাকার আল-আইন ক্যাম্পের সামের খালেদ (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়। সংঘর্ষের সময় তার ঘাড়ে গুলি লাগলে তিনি মারা যান। এছাড়াও জেরুজালেমের বাইরে কালান্দিয়া ক্যাম্পের ইয়াজান আফানার (২৬)। তার হার্টে গুলি  লেগে নিহত তিনি নিহত হন।

ঘটনার বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করনি। তবে ইহুদি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বালাতা ক্যাম্পে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় গুলি চালালে তাদের বাহিনীর সদস্যরা জবাব দেয় বলেও ইসরায়েল সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৩:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে দু’জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নাবলুস এলাকার আল-আইন ক্যাম্পের সামের খালেদ (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়। সংঘর্ষের সময় তার ঘাড়ে গুলি লাগলে তিনি মারা যান। এছাড়াও জেরুজালেমের বাইরে কালান্দিয়া ক্যাম্পের ইয়াজান আফানার (২৬)। তার হার্টে গুলি  লেগে নিহত তিনি নিহত হন।

ঘটনার বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করনি। তবে ইহুদি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বালাতা ক্যাম্পে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় গুলি চালালে তাদের বাহিনীর সদস্যরা জবাব দেয় বলেও ইসরায়েল সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।