ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে দু পক্ষের হামলায় আহত ৪

আশিকুর রহমান বাঞ্ছারামপুর (বি-বাড়িা) থেকেঃ

ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে  ৪.৩০মিনিটে একদল সন্ত্রাসী আপন ২ ভাইকে বেধরক মারধর করে আহত করা হয়।আহতদের নাম মো.মনির হোসেন(৪০) ও জালাল হুসেন(৩৫)।তাদের কে লাঠি, দা,চাকু রড ও হাতুরি দিয়ে এলোপাথারি মারধর করেন হাতে,পায়ে,পিঠে,মাথায়,১০/১২টি সেলাই দেয়াছে ।আহতদেরকে প্রাথমিক ভাবে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতদের চিকিৎসার অবস্থার বেগতি দেখে ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে।তবে খোজ নিয়ে জানা যায় যে বাচ্চাদের খেলা-ধুলাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সম্মূখিন হয়।

ঘটনা ৩১/১০/২০১৭

৬ বছরের দুই শিশু ঝগড়ার, কথা কাটাকাটি করতে গিয়ে প্রতি পক্ষর হামলার শিকার হলেন। তবে  মনিরের অবস্থা  আস্কাজনক বলে জানান মো. আলী আজম মুন্সি আরো বলেন মনির এর মাথার আঘাতটা অনেক হওয়াতে সে মাঝে মাধে বুমি করে, সব মিলিয়ে তার অবস্থা খুব খারাপ। আমার ভাই বিদেশ থকে এসেছে সে ঝগড়া করার মানুষ না।  আসামি পক্ষের মো. ফরহাদ মিয়া বলেন আমার ছেলের সাথে মুন্সির ছেলে লাঠিম খেলায় ছিল এ নিয়ে ঝগড়া হয়েছে তবে তার সাথে আমার কোন সমস্যা নেই আআমার ছেলের পায়ে বেথ্যা ও আমার ভাই হাত ভেংগে  আহত হয়েছে। আসে পাশের লোকজন বললেন আমরা এর সঠিক বিচার দেখতে চাই।এ ব্যপারে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি এজাহার করা হয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানার অসি অংশু কুমার দেব বলেন আমরা অভিযোগ পেয়েছি। আসামিদের কে আইনের আওতায় আনা হবে।

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বাঞ্ছারামপুরে দু পক্ষের হামলায় আহত ৪

আপডেট সময় ০৬:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
আশিকুর রহমান বাঞ্ছারামপুর (বি-বাড়িা) থেকেঃ

ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে  ৪.৩০মিনিটে একদল সন্ত্রাসী আপন ২ ভাইকে বেধরক মারধর করে আহত করা হয়।আহতদের নাম মো.মনির হোসেন(৪০) ও জালাল হুসেন(৩৫)।তাদের কে লাঠি, দা,চাকু রড ও হাতুরি দিয়ে এলোপাথারি মারধর করেন হাতে,পায়ে,পিঠে,মাথায়,১০/১২টি সেলাই দেয়াছে ।আহতদেরকে প্রাথমিক ভাবে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতদের চিকিৎসার অবস্থার বেগতি দেখে ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে।তবে খোজ নিয়ে জানা যায় যে বাচ্চাদের খেলা-ধুলাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সম্মূখিন হয়।

ঘটনা ৩১/১০/২০১৭

৬ বছরের দুই শিশু ঝগড়ার, কথা কাটাকাটি করতে গিয়ে প্রতি পক্ষর হামলার শিকার হলেন। তবে  মনিরের অবস্থা  আস্কাজনক বলে জানান মো. আলী আজম মুন্সি আরো বলেন মনির এর মাথার আঘাতটা অনেক হওয়াতে সে মাঝে মাধে বুমি করে, সব মিলিয়ে তার অবস্থা খুব খারাপ। আমার ভাই বিদেশ থকে এসেছে সে ঝগড়া করার মানুষ না।  আসামি পক্ষের মো. ফরহাদ মিয়া বলেন আমার ছেলের সাথে মুন্সির ছেলে লাঠিম খেলায় ছিল এ নিয়ে ঝগড়া হয়েছে তবে তার সাথে আমার কোন সমস্যা নেই আআমার ছেলের পায়ে বেথ্যা ও আমার ভাই হাত ভেংগে  আহত হয়েছে। আসে পাশের লোকজন বললেন আমরা এর সঠিক বিচার দেখতে চাই।এ ব্যপারে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি এজাহার করা হয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানার অসি অংশু কুমার দেব বলেন আমরা অভিযোগ পেয়েছি। আসামিদের কে আইনের আওতায় আনা হবে।