ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শোয়ে ফিরে কাঁদলেন শিল্পা

‘বিনোদন ডেস্কঃ

সুপার ডান্সার ৪’-এর মঞ্চে ফিরতেই ফের সংবাদ শিরোনামে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সমাজে নারীদের লড়াইয়ের কথা বললেন তিনি। রিয়্যালিটি শো-এ তাকে স্বাগত জানানোর পরই কেঁদে ফেললেন রাজ কুন্দ্রার স্ত্রী। টিভি চ্যানেল ‘সোনি’র ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট হওয়া নতুন সেই ভিডিও ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

রানি লক্ষ্মীবাঈয়ের কাহিনিকে ভিত্তি করে একটি নাচ হয় রিয়্যালিটি শো-এ। সেই নাচের পর বিচারক শিল্পা শেঠি তার মতামত প্রকাশ করেন। বলেন, ‘রানি লক্ষ্মীবাঈয়ের গল্প যখনই শুনি, সমাজের চেহারাটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। কারণ এখনও নিজের অধিকারের জন্য নারীদের প্রচুর লড়াই করতে হয়। স্বামী চলে গেলে আরও বেশি পরিশ্রম করতে হয় আত্মপরিচয় এবং সন্তানদের জন্য।’

তিনি জানান, এমন কিছু নারীর জন্য তিনি গর্বিত। মনে আশা জাগে তার। শিল্পার মনে হয়, যে রকম পরিস্থিতিই আসুক না কেন, লড়াই করে যাবেন তিনি। সেই অনুপ্রেরণার জন্য তিনি লক্ষ্মীবাঈয়ের মতো নারীদের কুর্নিশও জানান।

তার আগেই মঞ্চে ওঠার পর তাকে স্বাগত জানান সব প্রতিযোগী এবং অন্য দুই বিচারক পরিচালক অনুরাগ বসু এবং কোরিওগ্রাফার গীতা কাপুর। সকলের ভালোবাসা পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিল্পা।

পর্ন-কাণ্ডে তার স্বামীর গ্রেপ্তারের পর কিছু দিন এই শো থেকে বিরতি নিয়েছিলেন শিল্পা। সম্প্রতি তিনি কাজে ফিরেছেন। তার প্রত্যাবর্তনের কিছু ভিডিও এবং ছবি প্রকাশ পেয়েছে নেটমাধ্যমেও। যেখানে তাকে আগের মতোই উৎফুল্ল ভঙ্গিতে দেখা গেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে “ওয়াকিাথন” এবং কল্যান রাষ্ট্রগঠনে মুক্ত আড্ডা

শোয়ে ফিরে কাঁদলেন শিল্পা

আপডেট সময় ০৬:২০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১

‘বিনোদন ডেস্কঃ

সুপার ডান্সার ৪’-এর মঞ্চে ফিরতেই ফের সংবাদ শিরোনামে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সমাজে নারীদের লড়াইয়ের কথা বললেন তিনি। রিয়্যালিটি শো-এ তাকে স্বাগত জানানোর পরই কেঁদে ফেললেন রাজ কুন্দ্রার স্ত্রী। টিভি চ্যানেল ‘সোনি’র ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট হওয়া নতুন সেই ভিডিও ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

রানি লক্ষ্মীবাঈয়ের কাহিনিকে ভিত্তি করে একটি নাচ হয় রিয়্যালিটি শো-এ। সেই নাচের পর বিচারক শিল্পা শেঠি তার মতামত প্রকাশ করেন। বলেন, ‘রানি লক্ষ্মীবাঈয়ের গল্প যখনই শুনি, সমাজের চেহারাটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। কারণ এখনও নিজের অধিকারের জন্য নারীদের প্রচুর লড়াই করতে হয়। স্বামী চলে গেলে আরও বেশি পরিশ্রম করতে হয় আত্মপরিচয় এবং সন্তানদের জন্য।’

তিনি জানান, এমন কিছু নারীর জন্য তিনি গর্বিত। মনে আশা জাগে তার। শিল্পার মনে হয়, যে রকম পরিস্থিতিই আসুক না কেন, লড়াই করে যাবেন তিনি। সেই অনুপ্রেরণার জন্য তিনি লক্ষ্মীবাঈয়ের মতো নারীদের কুর্নিশও জানান।

তার আগেই মঞ্চে ওঠার পর তাকে স্বাগত জানান সব প্রতিযোগী এবং অন্য দুই বিচারক পরিচালক অনুরাগ বসু এবং কোরিওগ্রাফার গীতা কাপুর। সকলের ভালোবাসা পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিল্পা।

পর্ন-কাণ্ডে তার স্বামীর গ্রেপ্তারের পর কিছু দিন এই শো থেকে বিরতি নিয়েছিলেন শিল্পা। সম্প্রতি তিনি কাজে ফিরেছেন। তার প্রত্যাবর্তনের কিছু ভিডিও এবং ছবি প্রকাশ পেয়েছে নেটমাধ্যমেও। যেখানে তাকে আগের মতোই উৎফুল্ল ভঙ্গিতে দেখা গেছে।