ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কালচে ঠোঁটকে গোলাপী করে তুলুন ৭ টি সহজ উপায়ে

লাইফ স্টাইল ডেস্কঃ

মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমঃ সুন্দর হাসির জন্যে সুন্দর ঠোঁটের প্রয়োজনীয়তা অনেক। কিন্তু বিভিন্ন কারণে আপনার ঠোঁট হয়ে যেতে পারে কালচে আর রুক্ষ।

অতিরিক্ত রোদ, বেশী মাত্রায় চা, কফি পান, নিম্নমানের লিপস্টিক, ধূমপান এসব নানা কারণে ঠোঁট কালচে হয়ে যায়। কিন্তু একবার কালচে হয়ে গেলে আবার আগের রঙ ফিরিয়ে আনা বেশ কঠিন হয়ে পড়ে।

ঘরে বসেই হাতের কাছের কিছু উপাদান দিয়ে ঠোঁটে ফিরিয়ে আনা সম্ভব গোলাপী আভা। জেনে নিন সেই উপায়গুলো-

১) আমন্ড অয়েল
আমন্ড অয়েল বেশ সহজলভ্য আর যেকোন প্রসাধনীর দোকানেই পাওয়া যায়। চুল, ত্বকের পাশাপাশি এটি ঠোঁটের জন্যেও ভালো। রাতে ঘুমাতে যাবার আগে ঠোঁটে আমন্ড অয়েল লাগিয়ে ঘুমান। নিয়মিত ব্যবহারে ঠোঁটের গোলাপী রঙ ফিরে আসতে বাধ্য।

২) পানি
প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন। ঠোঁটের রঙের ওপর পানিশুন্যতার ভূমিকা রয়েছে। আর ধূমপান থেকে এড়িয়ে চলুন। ঘন ঘন চা কফি একদম নয়। আর একটু নিয়ম করে ঠোঁটের যত্ন।

৩) লেবু ও মধুর মিশ্রণ
সমপরিমাণ লেবু ও মধু মিশিয়ে ঠোঁটে লাগান। ১ ঘন্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন বা মুছে ফেলুন। এভাবে যতবার ইচ্ছে লাগাতে পারেন। আর এই মিশ্রণটি ফ্রিজে প্রায় ১ সপ্তাহের মত রেখে ব্যবহার করতে পারবেন। দেখবেন কিছুদিনের মাঝেই আপনার ঠোঁটের রঙ পরিবর্তন হতে শুরু করেছে।

৪) গ্লিসারিন
শুষ্ক ঠোঁট দ্রুত রোদের সংস্পর্শে এসে কালো হয়। তুলোতে খানিকটা গ্লিসারিন নিয়ে ঘুমুতে যাবার আগে ঠোঁটে লাগান। সকাল পর্যন্ত ধোয়ার দরকার নেই। এভাবে ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব দুটোই কমে আসবে।

৫) ঠোঁটের প্রসাধনী
ঠোঁটের জন্যে কি প্রসাধনী ব্যবহার করছেন তাতে নজর বুলিয়ে নিন। সস্তা বা খারাপ মানের প্রসাধনী ঠোঁটের জন্যে ব্যবহার করবেন না। এতে ব্যবহৃত কেমিকেল ও রঙ আপনার ঠোঁটকে কালো করে ফেলে।

৬) শশার রস
প্রতিদিন একটুখানি শসার রস ঠোঁটে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহার করে সপ্তাহখানেক পর ফলাফলটা আপনি নিজেই বুঝতে পারবেন।

৭) লেবু- চিনি
এক টুকরো লেবুতে খানিকটা চিনি মেখে ঠোঁটে ঘষতে পারেন। এতেই পরিবর্তন চলে আসবে।

ট্যাগস

মুরাদনগর উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালচে ঠোঁটকে গোলাপী করে তুলুন ৭ টি সহজ উপায়ে

আপডেট সময় ০৩:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬

লাইফ স্টাইল ডেস্কঃ

মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমঃ সুন্দর হাসির জন্যে সুন্দর ঠোঁটের প্রয়োজনীয়তা অনেক। কিন্তু বিভিন্ন কারণে আপনার ঠোঁট হয়ে যেতে পারে কালচে আর রুক্ষ।

অতিরিক্ত রোদ, বেশী মাত্রায় চা, কফি পান, নিম্নমানের লিপস্টিক, ধূমপান এসব নানা কারণে ঠোঁট কালচে হয়ে যায়। কিন্তু একবার কালচে হয়ে গেলে আবার আগের রঙ ফিরিয়ে আনা বেশ কঠিন হয়ে পড়ে।

ঘরে বসেই হাতের কাছের কিছু উপাদান দিয়ে ঠোঁটে ফিরিয়ে আনা সম্ভব গোলাপী আভা। জেনে নিন সেই উপায়গুলো-

১) আমন্ড অয়েল
আমন্ড অয়েল বেশ সহজলভ্য আর যেকোন প্রসাধনীর দোকানেই পাওয়া যায়। চুল, ত্বকের পাশাপাশি এটি ঠোঁটের জন্যেও ভালো। রাতে ঘুমাতে যাবার আগে ঠোঁটে আমন্ড অয়েল লাগিয়ে ঘুমান। নিয়মিত ব্যবহারে ঠোঁটের গোলাপী রঙ ফিরে আসতে বাধ্য।

২) পানি
প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন। ঠোঁটের রঙের ওপর পানিশুন্যতার ভূমিকা রয়েছে। আর ধূমপান থেকে এড়িয়ে চলুন। ঘন ঘন চা কফি একদম নয়। আর একটু নিয়ম করে ঠোঁটের যত্ন।

৩) লেবু ও মধুর মিশ্রণ
সমপরিমাণ লেবু ও মধু মিশিয়ে ঠোঁটে লাগান। ১ ঘন্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন বা মুছে ফেলুন। এভাবে যতবার ইচ্ছে লাগাতে পারেন। আর এই মিশ্রণটি ফ্রিজে প্রায় ১ সপ্তাহের মত রেখে ব্যবহার করতে পারবেন। দেখবেন কিছুদিনের মাঝেই আপনার ঠোঁটের রঙ পরিবর্তন হতে শুরু করেছে।

৪) গ্লিসারিন
শুষ্ক ঠোঁট দ্রুত রোদের সংস্পর্শে এসে কালো হয়। তুলোতে খানিকটা গ্লিসারিন নিয়ে ঘুমুতে যাবার আগে ঠোঁটে লাগান। সকাল পর্যন্ত ধোয়ার দরকার নেই। এভাবে ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব দুটোই কমে আসবে।

৫) ঠোঁটের প্রসাধনী
ঠোঁটের জন্যে কি প্রসাধনী ব্যবহার করছেন তাতে নজর বুলিয়ে নিন। সস্তা বা খারাপ মানের প্রসাধনী ঠোঁটের জন্যে ব্যবহার করবেন না। এতে ব্যবহৃত কেমিকেল ও রঙ আপনার ঠোঁটকে কালো করে ফেলে।

৬) শশার রস
প্রতিদিন একটুখানি শসার রস ঠোঁটে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহার করে সপ্তাহখানেক পর ফলাফলটা আপনি নিজেই বুঝতে পারবেন।

৭) লেবু- চিনি
এক টুকরো লেবুতে খানিকটা চিনি মেখে ঠোঁটে ঘষতে পারেন। এতেই পরিবর্তন চলে আসবে।