ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

হোমনায় যুব সমাজের টুর্নামেন্টের ফাইনেল খেলা অনুষ্ঠিত

তপন সরকার, হোমনা প্রতিধিঃ

রোজ রোববার, ২৭ সেপ্টম্বও ২০১৫ইং(মুরাদনগর বার্তা ডটকম)ঃ

কুমিল্লার হোমনা উপজেলায় আসাদপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ফ্রিজ-টিভি ফুটবল খেলার টুর্নামেন্ট সেই কাংখিত ফাইনাল খেলা রবিবার বিকেলে ঝাকঝমক ভাবে সম্পন্ন হয়েছে। চান্দের চর একাদশ চ্যাম্পিয়ন ও  ঘনিয়ার চর একাদশ রানারআপ হিসেবে বিজয়ী হয়।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহন করে চান্দের চর একাদশ বনাম ঘনিয়ার চর একাদশ। দু’দলের প্রথর্মাধের খেলা গোল শুন্যভাবে শেষ হলেও দ্বিতীর্ধের খেলা শুরু হওয়ার ১০ মিনিটেই দুইটি গোল করে ফেলে ঘনিয়ারচর একাদশ।

উক্ত খেলায় ঢাকার মাঠের নামিদামি খেলোয়ার গন অংশগ্রহন করেন। তাদের মধ্যে চারজন বিদেশী খেলোয়ার ও ছিল। ঝাকঝমক পূর্ন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদ সাহেব বিশেষ অতিথি বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রোস্তম স্বপন, একে, সাধারন সম্পাদক হোমনা উপজেলা আওয়ামীলীগের এম ছিদ্দিকুর রহমান আবুল, ব্যারিষ্টার সাইফুল, ইসলাম উজ্জল, সমাজ সেবক ও মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক মহসিন মাষ্টার, উপজেলা যুবলীগ যুগ্ন আহ্বায়ক মহসিন সরকার প্রমুখ।

খেলায় প্রধান পরিচালনা কারি হিসেবে দায়িত্ব পালন করেন সফিকুল ইসলাম মুন্না, সহকারী

পরিচালনা কারি হিসেবে ওমর ফারুক ও হাবিবুর রহমান খেলা পরিচালনা করেন।

প্রধান ধারাভাষ্যকার কথার জাদুকর, কথার খেলোয়ার ধারাভাষ্যকার কবি দেলোয়ার ও সাংবাদিক আবু রায়হান তপন সরকার হানিফ হারুন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

হোমনায় যুব সমাজের টুর্নামেন্টের ফাইনেল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫

তপন সরকার, হোমনা প্রতিধিঃ

রোজ রোববার, ২৭ সেপ্টম্বও ২০১৫ইং(মুরাদনগর বার্তা ডটকম)ঃ

কুমিল্লার হোমনা উপজেলায় আসাদপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ফ্রিজ-টিভি ফুটবল খেলার টুর্নামেন্ট সেই কাংখিত ফাইনাল খেলা রবিবার বিকেলে ঝাকঝমক ভাবে সম্পন্ন হয়েছে। চান্দের চর একাদশ চ্যাম্পিয়ন ও  ঘনিয়ার চর একাদশ রানারআপ হিসেবে বিজয়ী হয়।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহন করে চান্দের চর একাদশ বনাম ঘনিয়ার চর একাদশ। দু’দলের প্রথর্মাধের খেলা গোল শুন্যভাবে শেষ হলেও দ্বিতীর্ধের খেলা শুরু হওয়ার ১০ মিনিটেই দুইটি গোল করে ফেলে ঘনিয়ারচর একাদশ।

উক্ত খেলায় ঢাকার মাঠের নামিদামি খেলোয়ার গন অংশগ্রহন করেন। তাদের মধ্যে চারজন বিদেশী খেলোয়ার ও ছিল। ঝাকঝমক পূর্ন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদ সাহেব বিশেষ অতিথি বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রোস্তম স্বপন, একে, সাধারন সম্পাদক হোমনা উপজেলা আওয়ামীলীগের এম ছিদ্দিকুর রহমান আবুল, ব্যারিষ্টার সাইফুল, ইসলাম উজ্জল, সমাজ সেবক ও মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক মহসিন মাষ্টার, উপজেলা যুবলীগ যুগ্ন আহ্বায়ক মহসিন সরকার প্রমুখ।

খেলায় প্রধান পরিচালনা কারি হিসেবে দায়িত্ব পালন করেন সফিকুল ইসলাম মুন্না, সহকারী

পরিচালনা কারি হিসেবে ওমর ফারুক ও হাবিবুর রহমান খেলা পরিচালনা করেন।

প্রধান ধারাভাষ্যকার কথার জাদুকর, কথার খেলোয়ার ধারাভাষ্যকার কবি দেলোয়ার ও সাংবাদিক আবু রায়হান তপন সরকার হানিফ হারুন।