মোঃ মোশাররফ হোসেন মনিরঃ
আমাকে চেয়ারম্যান পদে নৌকা মার্কায় ভোট দিয়ে মুরাদনগরের মাটি ও মানুষের প্রিয় নেতা ও স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন সাহেবের হাতকে শক্তিশালি করুন। আমি একজন তরুন ব্যাংকার, আমি নিতে আসিনি দিতে এসেছি। আমি চেয়ারম্যান হলে আমার সকল বাতা অসহায় মানুষদের বিলিয়ে দেব।
আসন্ন ইউনিয়ন নির্বাচনে মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী তরুন ব্যাংকার ও সমাজসেবক মো: ছফিউল্লাহ রবিবার বিকেলে ইউছুফনগর গ্রামের ঈদগাঁ মাঠে এক উঠান বৈঠকে এসব কথা বলেন।
ইউছুফনগর গ্রামের উঠান বৈঠকে বজলুর রহমান মাষ্ঠারের সভাপতিত্বে আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা আব্দুল করিম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ সেক্রেটারী পার্থ সারর্থী দত্ত, হাজী আব্দুল জব্বার, ফরিদ উদ্দিন, আলী আকবর, আহসান হাবীব শামীম, মো: হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, আতস মিয়া, জসিম উদ্দিন মাষ্টার, শাম মিয়া, নোমান আহম্মেদ, সাংবাদিক আ: রউফ, মো: বাবুসহ ইউছুফনগর এলাকার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।